পাতাবাহার গাছের ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি আমার কাছে গাছ অনেক বেশি ভালো লাগে গাছ লাগাতে আমি অনেক বেশি পছন্দ করি।আমার কাছে পাতাবাহার গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। কারণ পাতাবাহার গাছ গুলো অনেক রকমের হয়ে থাকে। এমনকি পাতাবাহার গাছের পাতাগুলো হয়ে থাকে বিভিন্ন কালারের। যা দেখতেও খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। আর পাতা বাহার গাছ দেখলে তো আমি এমনিতেই মুগ্ধ হয়ে যাই। আমি আজকে যে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি এটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল। পুরো অংশটা অনেকটা কফি কালারের মত ছিল আর কিছুটা অংশ খয়রি কালারের মত ছিল। কালারফুল পাতা বাহার হওয়ার কারণে এটি দেখতে একটু বেশি ভালো লাগছিল। কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তাদের ছাদ বাগানে গিয়ে আমি এই পাতাবাহার গাছ দেখে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর যেহেতু ফটোগ্রাফি করেছে তা আপনাদের মাঝে শেয়ার করছে। আমি আশা করি আমার ফটোগ্রাফিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ।
https://x.com/Ride8771/status/1943673885054189773?t=zNm78okrlrErucBGHx75uA&s=19
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Your photography really inspires me. There is so much realism in your photography work that no one will believe it unless they see it.