ক্যালিয়ান্ড্রা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
বিভিন্ন রকম ফুল আমার কাছে দেখতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। এজন্য আমি সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে সাথে সাথে চেষ্টা করি ফটোগ্রাফি করে নেওয়ার জন্য। আজকে আমি অনেক সুন্দর দেখতে লাল কালারের ক্যালিয়ান্ড্রা ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুলটাকে পাউডার পাফ ফুলও বলা হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে এতটাই সুন্দর যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি প্রথমবারের মতো এই ফুলটা দেখেছিলাম তাও আবার একটি নার্সারিতে। কয়েকদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম। এই ফুল টা দেখে আমার কাছে একেবারে নতুন মনে হয়েছে। ফুলটার নাম আমার জানা ছিল না তাই গুগল থেকে আমি এই ফুলের নামটা সংগ্রহ করেছি। ফুলটা দেখতে যেমন সুন্দর তেমনি এই ফুলের নামটাও খুব সুন্দর। আমি আশা করি আমার তোলা ক্যালিয়ান্ড্রা ফুলের ফটোগ্রাফি আপনি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে দেখতে।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 6/9) Get profit votes with @tipU :)
https://x.com/Ride8771/status/1947662386246177131?t=4EklZijC2MrFmWl_9qaJrQ&s=19
কালিয়ান্ড্রা ফুল সম্পর্কে আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজকেই প্রথম জানতে পারলাম।এটি দেখতে অনেক সুন্দর। আপনার করা ফটোগ্রাফিও চমৎকার হয়েছে।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5