তেতুল ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity2 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

তেঁতুল গাছের ফুলগুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। বিভিন্ন রকমের ফুল আমি এমনিতেই খুব পছন্দ করি। আর ফুলের সৌন্দর্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ধরনের ফুল গুলো দেখতেও খুব ভালো লাগে। তেঁতুল আমাদের সবারই কিন্তু খুব পরিচিত আর পছন্দের। তেঁতুল খেতে তো আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। আর সেটা কাঁচা তেতুল হোক অথবা পাকা তেঁতুল। আমার শ্বশুর বাড়িতে একটা বড় তেঁতুল গাছ রয়েছে। সে গাছের অনেক বেশি পরিমাণে তেঁতুল ধরে থাকে। দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে। তেঁতুলের গাছে যখন অনেক বেশি পরিমাণে ফুল ধরে তখন তো আরো বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আমি তেঁতুলের ফুল গুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। ফটোগ্রাফি গুলো করার পর তো আরো বেশি ভালো লাগছিল দেখতে। তাই ভাবলাম সবার মাঝেও শেয়ার করে নেওয়া যাক। আশা করছি আপনাদের সবার কাছে আমার তোলা তেঁতুল ফুলের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগবে।

1000034967.jpg

1000034964.jpg

1000034958.jpg

1000034961.jpg

1000034970.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Posted using SteemPro

Sort:  
 2 days ago 

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin