নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativitylast month

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আজকে শেয়ার করব একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে আমার কাছে এই ফুলটি অনেক বেশি ভালো লেগেছে। ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব ধরনের ফুল আমার খুব পছন্দের। আমার কাছে নাম জানা বা পরিচিত ফুলগুলো থেকে অপরিচিত নাম না জানা ফুলগুলো অনেক বেশি ভালো লাগে। নাম না জানা ফুলগুলো এতটাই ভালো লাগে যে দেখলে মন চায় যেন ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। আর আমার দেখলেই মন চায় যেন তা ক্যামেরাবন্দি করে রাখি। আমার কাছে সবকিছুই ক্যামেরা বন্দি করে রাখতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ছোট ছেলে মেয়ে বা ছোট ছোট কোন ফুল ফল পেলেই আমি তা ক্যামেরা বন্দী করে রাখি। মাঝেমধ্যে আমি যখন বিকেল বেলায় হাঁটতে যাই তখন আমি আমার আশেপাশে কিংবা সামনে যাই পায় তারই ফটোগ্রাফি করি । যেহেতু আমি হাতে করে মোবাইলটা নিয়েই বের হয় তখন কিছু ফটোগ্রাফি করি। তেমনই একদিন বিকেল বেলায় যখন হাঁটতে বের হয়েছিলাম তখন একটি বাড়ির সামনে এই ফুলের গাছগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছিল ‌। তাই কিছু ফটোগ্রাফি করেছিলাম আর তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ‌ । তবে আজকের এই ফুলটি আমার কাছে মনে হয়েছে যেন এটি একটি কোন আর্টিফিশিয়ালি ফুল। তবে এর আগে আমি কখনো এই ফুল দিয়ে দেখিনি। আমি আশা করব আজকের এই ফুলের ফটোগ্রাফিটি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000031713.jpg

1000031710.jpg

1000031704.jpg

1000031707.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Posted using SteemPro

Sort:  
 last month 

আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। আরো চেষ্টা করবেন এরকম আরো নিত্যনতুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ ,ভালো থাকবেন।

 last month 

Your amazing photography has made a place in my heart. I never thought I would ever see such beautiful photography. Thank you for sharing this.