স্বরচিত একটি কবিতা " বাংলার বর্ষা "
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
---|
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোন কবিতা শেয়ার করা হয় না। তাই আজ ভাবলাম একটি কবিতা শেয়ার করি তোমাদের সাথে। খুব একটা ভালো কবিতা লিখতে পারি না তাই খুব বেশি শেয়ার করা হয় না। আজ সকালে ঘুম থেকে উঠে অনেক কিছু ভাবার পরে একটা টপিক্স খুঁজে পেলাম কবিতা লেখার জন্য। টপিক্স টি হল "বাংলার বর্ষা"। আমাদের এইখানে বিগত কয়েকদিন একটু বর্ষা হয়েছে সেই জন্য মূলত এই টপিকসটি মাথায় আসলো। এই বৈশাখ মাসে ঝড়ো হাওয়া এবং মাঝে মাঝে বর্ষার দেখা পাওয়া যায়। বর্ষার একটা আলাদা সৌন্দর্য রয়েছে যা বর্ষার পর আমরা দেখতে পাই। বর্ষার পরে প্রকৃতির মধ্যে একটা আলাদা সজীবতা আসে ।এই সব কিছু আজকের কবিতার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে এখন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।
" বাংলার বর্ষা "
বর্ষার সীমাহীন সৌন্দর্য,
দৃশ্য মম হৃদয় সুখ দান।
মেঘের রঙ ভরা আকাশ,
বাতাসের ঝড় সমান।
ধন্য বৃষ্টি পড়লে সব উত্সব,
সব শখ শৈশব ফিরে আসে।
জীবন পান নদীর স্নানে,
মাটি ধূসর হয় বরষের আসে।
ফুলের সীমাহীন মুক্তি,
ক্ষুধার্ত হৃদয় ফিরে জোড়ান।
সমস্ত দুঃখ বস্তু থেকে মুক্ত,
সমস্ত রঙের বৈশাখী মেলা,
সমস্ত প্রাণী ভিজে গিরি শঙ্খ বাজে।
বাজার নদীতে মাছ ফিরে স্বপ্ন,
বরষের মাঝে তুমি
হৃদয়ে থাকবে সব সময় ভরে মোর আশা।
বরষের কোন দিন তুমি আসবে,
আমার মন খুব ভালোবাসা দিয়ে ফিরে যাবে না।
বরষের পর ফিরে যাবে শীতের শঙ্খ,
কিন্তু আমার স্বপ্নে
বরষ সব সময় থাকবে ভরে মোর আশা।