লাল ক্যাপসিকাম ও কাঁটা মুকুট ফুলের কিছু ফটোগ্রাফি

in Beauty of Creativitylast year

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে রয়েছে লাল ক্যাপসিকাম এবং ক্যাকটাস গাছের ফুলের ফটোগ্রাফি। যাইহোক, এই ফটোগ্রাফি গুলো আমি আমার এক বন্ধুর বাড়ির ছাদ থেকে তুলেছিলাম। কিছুদিন আগে তাদের বাড়ির ছাদে গেছিলাম। সেখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। এই গাছগুলোর মধ্যে একটি ক্যাপসিকাম গাছে দেখি লাল রংয়ের ক্যাপসিকাম হয়েছে। যদিও এই ক্যাপসিকাম গুলো বড় ছিল না। পুষ্টির অভাবে এই ক্যাপসিকাম গুলো হয়তো ছোট আকারের হয়েছিল। তবে লাল হওয়ার কারণে দেখতে বেশ সুন্দর লাগছিল। এরপর তার পাশেই দেখি ক্যাকটাস ফুল গাছ রয়েছে। ক্যাকটাস ফুল গাছগুলো আমাদের বাড়ির ছাদেও রয়েছে । এই ক্যাকটাস গাছের ফুল গুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। যাইহোক, প্রথমে যে তিনটি ফটোগ্রাফি রয়েছে সেগুলো হলো ক্যাপসিকাম এর ফটোগ্রাফি এবং পরের তিনটি ফটোগ্রাফি হলো ক্যাকটাস ফুলের ফটোগ্রাফি। তাহলে আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

InShot_20240315_062521467.jpg

InShot_20240315_062425858.jpg

InShot_20240315_062603392.jpg

InShot_20240315_062815527.jpg

InShot_20240315_062738275.jpg

InShot_20240315_062703836.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।





বন্ধুরা, আজকে শেয়ার করা লাল ক্যাপসিকাম ও কাঁটা মুকুট ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

কাঁটা মুকুট ও লাল ক্যাপসিকাম এর ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। লাল কালারের দুটি জিনিসের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখতে।

 last year 

ধন্যবাদ আপু, আমার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

 last year 

লাল ক্যাপসিকাম ও কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে দাদা। লাল ক্যাপসিকাম আমার অনেক বেশি পছন্দ।

 last year 

ধন্যবাদ, আপনার প্রশংসা মূলক মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

Tomatoes are a fruit that has a lot of vitamins, thank you for sharing the beautiful flower picture.

 last year 

Thank you so much for your valuable comment brother.

 last year 

Dada's photographs were very good and beautiful description. Wish you all the best

Posted using SteemPro Mobile

 last year 

Thank you so much for your valuable comment brother.

Posted using SteemPro Mobile