আমার কবিতা গুচ্ছ থেকে(Poem)||প্রপোজ(Propose)||BOC||April -03/04/2022|| 10% Beneficial to @beautycreativity.
Hello friends,
কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন ধরে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উপর পর্ব তৈরি করছি। খুব বেশি হলে আর দুটো পর্ব হয়তো হবে। তবে হয়তো একটি পর্বে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এই সিরিজ শেষ হলে আপনাদের জন্য নতুন আকর্ষণ আসতে চলেছে। আশা করি উৎসাহ পাবো আপনাদের থেকে। তবে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে কোনো পর্ব নয়। একটা নতুন কবিতা লিখেছি আপনাদের জন্য আশা করি ভাল লাগবে আপনাদের।
আজকের কবিতা টা একটু রোমান্টিক হতে চলেছে। যারা ইতিমধ্যে প্রেম করছেন, বা যারা প্রেম করার কথা চিন্তা করছেন আজকের কবিতাটা শুধু মাত্র তাদের জন্য। আপনার ভালোবাসার মানুষটিকে এই কবিতা শোনালে হয়তো তার মনে আপনার জন্য একটু বেশিই অনুভূতি তৈরি হতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের কবিতা।
Image source:(https://pixabay.com/illustrations/couple-love-proposal-silhouette-3581038/)
আমার রাস্তা আনমনে পথ ভোলে
বৃষ্টিবিহীন শুকনো গাছের ডাল
রোদের ভিতর ঝরবে যন্ত্রণারা
যখন তোমায় দেখব আগামীকাল।
চোখের পাতায় গল্প জমে আছে
রাতের তারায় একটু অভিমান
ঠোঁটের কোণে আটকে আছে চুমু
তোমার জন্য ভালোবাসার গান।
তর্জনীতে একটু উষ্ণ ছোঁয়া
বুকের মধ্যে লাবডুব লাবডুব
খোলা ছাদে শীতল পাটি পেতে
আমার গোটা পৃথিবী নিশ্চুপ।
Image source:https://pixabay.com/photos/i-beg-your-pardon-marriage-proposal-1015982/
আশা করি আপনাদের ভালো লাগবে কবিতাটা। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন কন্টেন্ট তৈরিতে দারুন ভাবে উদ্বুদ্ধ করে।
আপনি তো ভালোই কবিতা লিখতে করতে পারেন। কবিতাটি অনেক সুন্দর ও চমৎকার হয়েছে। আমার অনেক ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করতে পারি।
so beautiful poem. Lovers will love your poem.
Thank you
Your poem has been very remarkable. Each line is written in a very nice way. Thank you so much for sharing such beautiful poems with us.
You also thank you bro.. for your most valuable comment. Stay connected
The poem you have written has been remarkable. I really like your poem. Thank you for sharing such a beautiful poem with us.
You also thank you for your most valuable comment. Stay connected