রাধাচূড়া ফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity
আজকের আগে এই ফুলের নাম জানা ছিলো না আমার ।নাম জানা ছিলো না এটা বললে অবশ্য ভুল বলা হবে , বলা যায় নাম জানা ছিলো কিন্তু চিনতাম না ।অথচ রাধাচূড়া নামটাr সাথে অনেক আগে থেকেই পরিচিত ছিলাম ।দেখার ইচ্ছেও ছিলো কিন্তু অসংখ্যবার দেখার পরেও চিনতাম না।
কৃষ্ণচুড়া ও রাধাচুড়া নামের দিক দিয়ে অনেকটা একই রকম হবার কারনে আমার ধারণা ছিলো যে রাধাচূড়া ফুলের গাছও কৃষ্ণচুড়ার মতোই বিশালাকৃতির হবে ।কিন্তু আমার রাধাচূড়া নিয়ে এই ভুল ভেঙে দিয়েছে গুগল লেন্স ।
কোন কিছুর ছবি দেখে না চিনতে পারলে আমার ভরসা এই গুগললেন্স।
আজকেও ফোনের গ্যালারিতে পরে থাকা চমৎকার এই হলুদ রঙ এর ফুল চিনতে না পেরে গুগল লেন্স এর শরণাপন্য হয়েছিলাম সবসময় এর জন্য ।
আর তখনই গুগল আমাকে জানালো যে এই ফুলের নাম আমার অনেক দিনের দেখতে চাওয়া রাধাচূড়া ।
গুগলের কাছ থেকে আরও জানতে পারলাম যে এই দুই ফুল গাছ এর মাঝে মূল পার্থক্যই হলো দুই গাছের আঁকার , কৃষ্ণচুড়া গাছ আকারে বড় আর রাধাচূড়ার আঁকার ছোট ।
তবে দুই গাছেরই ডাল নরম হয়ে থাকে যার কারনে সামান্য ঝড় কিংবা জোরে বাতাস ছাড়লেই গাছের ডাল ভেঙে যায় ।
আমি ৩০০ ফিটে বেড়াতে গিয়ে রাস্তার ডিভাইডারের ওপরে লাগানো গাছে ফুটে থাকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম ।আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
https://x.com/sayeedasul40871/status/1950677504861339788?s=46