লাল গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity
লাল গোলাপ দেখলেই আমার ছোট্ট বেলায় পড়া সেই সেই গল্লের কথা মনে পরে যেখানে এক যুবক তার প্রেমিকাকে দেয়ার জন্য লাল গোলাপ খুঁজে পাচ্ছিলো না।লাল গোলাপ না দিলে তার প্রেমিকা তার সাথে নাচবে না।
এই কথা শুনে পাখি তার বুকের রক্ত দিয়ে সারারাত ভরে আস্তে আস্তে গোলাপকে লাল করে তুলে এবং সে মৃত্যুর কোলে ঢলে পরে ।
কিন্তু পরেরদিন তার প্রেমিকা সেই যুবকের সাথে নাচতে অস্বীকার করে এবং যুবক সেই লাল গোলাপকে রাস্তায় ছুড়ে ফেলে।গোলাপের জীবন আসলে অনেকটা এমনই ।
সুন্দর এই ফুলগুলোর ছবি তুলেছিলাম মোহাম্মদপুরের রাস্তার পাশের এক ছোট্ট নার্সারিতে গাছ কিনতে গিয়ে ।আশা করি এই লাল গোলাপ এর ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
https://x.com/sayeedasul40871/status/1942283195124441463?s=46