চন্দ্রমল্লিকা ফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity
হলুদ চন্দ্রমল্লিকা এর আগে আমার চোখে পরেছে বলে মনে পরে না।এই ফুলকে চীনে আভিজাত্য এর প্রতীক বলে মনে করে থাকে।এটি মূলত শীতকালীন ফুল এবং বিভিন্ন রঙের হয়ে থাকে, যার মাঝে সাদা, লাল, গোলাপী ইত্যাদি উল্লেখযোগ্য।
আমার নিজের বারান্দায়ও আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা ।শীতের সময় তারার মতো অসংখ্য ফুল ফুটে থাকে ।
তবে শীতের সময় এই ফুল বেশি ফুটলেও এই সময় থেকেই দুই -একটা করে ফোটা শুরু করে দেয় ।এই ফুল যে শুধু আমাদের দেশেই দেখা যায় এমন না , পুরো পৃথিবীজুড়েই মানুষ বাগান সাজাতে ও শহর সাজাতে এই ফুল গাছ লাগানো হয়ে থাকে।
এই গাছ লাগানোর এখনই সময় তাই যারা ফুলগাছ লাগাতে ভালোবাসেন তারা এখনই লাগান।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
https://x.com/sayeedasul40871/status/1940802034741268837?s=46
Beautiful flowers and amazing shots. Keep sharing.