ডালিয়া ফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity

in Beauty of Creativity2 days ago (edited)

IMG_9431.jpeg

সেদিন আমি আমার শশুর বাড়ি দোহার এর জয়পাড়া গ্রামে থেকে ঢাকা ফিরতে ছিলাম।রাস্তায় এক পেট্রোল পাম্পে থেমেছিলাম গাড়িতে তেল নেয়ার উদ্দেশ্যে । এই পেট্রোল পাম্পের যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগে সেটা হলো সারা বছর জুড়েই এই পেট্রোল পাম্প স্টেশন বিভিন্নরকম ফুলে ফুলে ভরে থাকে ।পেট্রোল পাম্প মালিকের রুচির প্রশংসা না করে পারি না।

IMG_9434.jpeg

এছাড়া এই পাম্পের তেলের মানও ভালো তাই এখানে প্রতিবারই থামা হয় ।সেদিনও গাড়িতে অকটেন নেয়ার ফাকে আমি নেমে পরেছিলাম প্রতিবারের মতোই ফুল দেখা ও ছবি তোলার উদ্দেশ্য নিয়ে ।আর তখনই গাদা , চন্দ্রমল্লিকা প্রভৃতি বিভিন্নরকম ফুলের মাঝখান থেকে তুলনামূলক বড় সাইজের এই ডালিয়া ফুল আমার নজর কেড়ে নিলো।

IMG_9435.jpeg

ডালিয়া মূলত আামাদের দেশের শীতকালেই ফুটে থাকে ।নানা রঙের এই ফুল ফুটে থাকে ।মানুষ বাগান সাজাতে এই ফুল গাছ রোপন করে থাকে ।এই ফুলের গাছ রোপনের ৬০/৭০ দিনের মাঝেই এই ফুলের গাছে ফুল ফুটতে শুরু করে ।

অন্য ফুলের তুলনায় সাইজে বড় হওয়ার কারনে এই ফিল সহজেই মানুষের নজরে পরে । ফুলের দোকানে কিনতে গেলেও
দেখা যায় এই ফুলের দাম অন্য ফুলের তুলনায় কিছুটা বেশি ।
আমার এই ডালিয়া ফুল এর ফটোগ্রাফি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।

Post Details

CameraiPhone 14
Photographer@sayeedasultana
LocationDhaka,Bangladesh


Thank You So Much For Reading My Blog

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

Sort:  
 yesterday 

আপনি খুবই সুন্দর ভাবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কালারফুল ডালিয়া এর ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 yesterday 

আমার ডালিয়া ফুলেী ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পপোস্ট এত চমৎকার করে একটা মন্তব্য করার জন্য ।