✅✅দারুন দেখতে করঞ্চার ফটোগ্রাফি!!BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজ আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব বলে।আর হ্যাঁ আজকের ফটোগ্রাফি তে রেখেছি চমৎকার দেখতে করঞ্চার ফটো।
অনেকেই আবার করঞ্চা নাম শুনেই অবাক হতে পারে যে এটা আবার কি জিনিস!তবে হ্যাঁ এটা হলো ঐ জিনিস যেটা আমরা প্রতিনিয়ত খাই অনেকেই।বিশেষ করে ফলের দোকানে এটি সব থেকে বেশি দেখা যায়। হ্যাঁ বন্ধুরা ফলের দোকানে লাল লাল দেখতে যে ফল গুলো কৌটা ভরে রাখা হয় সেগুলোই হলো করঞ্চা।এই করঞ্চা খেতে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে।বিশেষ করে ছোট বাচ্চারা এটা খেতে ভীষণ ভালোবাসে।
আমার ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে কাচা আছে এখনো তবে পাকলে ঠিক তেমনটাই স্বাদ পাওয়া যাবে যেমনটা দোকান থেকে কিনলে পাওয়া যায়।এই ফলের গাছ লম্বায় প্রায় আট থেকে দশ ফিট বা তারও বেশি লম্বা হয়ে থাকে এবং অনেক জায়গা জুড়ে বিস্তৃত হয়ে থাকে।সাধারণত শুকনা মাটিতে এই গাছ বাঁচতে পারলেও ভিজা মাটিতে টিকতে পারেনা।পাতা গুলিও লাল আকৃতির হয়ে থাকে ।যাইহোক চলুন বন্ধুরা আমার শেয়ার করা আজকের ফটো গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1953888586467881259?t=7gPuMuiOeus02Agv8orDHQ&s=19