শহুরে সৌন্দর্যের এক দারুণ প্রতিচ্ছবির ফটোগ্রাফি।।BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের এই ছবি গুলোতে আমরা দেখতে পাচ্ছি এক আধুনিক নগরচিত্রের ছাপ। নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছে একটি আকর্ষণীয় ভবন, যার দেওয়ালে কমলা এবং হালকা সাদা রঙের সংমিশ্রণ ভবনটিকে আরও মনোমুগ্ধকর করেছে। মাঝ বরাবর সবুজ কাচের জানালা পুরো স্থাপনাটিকে এক বিশেষ আধুনিকতা দিয়েছে। সূর্যের আলো সেই কাচে প্রতিফলিত হয়ে যেন ঝলমল করছে। ভবনের সামনে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে খেজুরগাছ , যা একদিকে প্রাকৃতিক সৌন্দর্য এনে দিয়েছে, অন্যদিকে শহরের কোলাহলমুখর পরিবেশে একটা প্রশান্তি তৈরি করেছে। নিচের রাস্তায় দেখা যাচ্ছে একটি গাড়ি, যা দেখতে অনেকটা স্থানীয় পরিবহনের মতো, ভেতরে কয়েকজন যাত্রী বসে আছেন। এটি যেন শহুরে জীবনের দৈনন্দিন দৃশ্যকে আরও বাস্তব করে তুলেছে।
ছবির আকাশ একেবারে স্বচ্ছ নীল, কিছু হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি যেন শহরের এই উন্নত অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছে। আকাশ আর ভবনের মেলবন্ধন দৃশ্যটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। ছবির এক কোণে দেখা যাচ্ছে লাল-সাদা রঙের রাস্তার ডিভাইডার, যা শহরের সড়ক ব্যবস্থাপনাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে ফুটিয়ে তুলেছে।এই দৃশ্যের ভেতরে লুকিয়ে আছে শহরের জীবনযাত্রা, উন্নয়ন আর প্রাকৃতিক ছোঁয়া। একদিকে আধুনিক ভবনের স্থাপত্য, অন্যদিকে সবুজ গাছ আর নীল আকাশ—সব মিলিয়ে এটি শহুরে সৌন্দর্যের এক দারুণ প্রতিচ্ছবি। ছবিটি কেবল একটি স্থিরচিত্র নয়, বরং এর ভেতরে আছে মানুষের চলাফেরা, কাজের ব্যস্ততা আর জীবনের ছন্দ। তাই বলা যায়, এটি শহরের সৌন্দর্য, উন্নয়ন এবং দৈনন্দিন জীবনের এক অনন্য মেলবন্ধনের প্রতিচ্ছবি।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1960871965146878008?t=cmk1YCYhP9DYExb9YDUMOw&s=19