✅✅সবুজ প্রকৃতির মুগ্ধময় ফটোগ্রাফি।।BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রকৃতি তো বরাবরই আমার ভালো লাগার কারণ ।নিজের মনের মধ্যে খারাপ পরিস্থিতি বিরাজ করলে প্রকৃতির হওয়া খেতে বের হলেই বুঝা যায় প্রকৃতির প্রেম। ইট পাথরের কংক্রিটে থাকা মানুষরা বুঝবেনা প্রকৃতি কতটা মায়াময় এবং মুগ্ধতায় জড়ানো।যখন শহরের মানুষ গুলো প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করে তখন অনেকেই আশ্চর্য হয়ে যায় প্রকৃতির রূপে।সাধারণত আমি সময় পেলেই ঘুরি প্রকৃতিময় পরিবেশে।তখন প্রকৃতির রূপ দেখে নিজেই আশ্চর্য হয়ে যাই বার বার।আমি কেনো বহু বড় বড় দার্শনিকরাও প্রকৃতিতে নিজেকে বারবার নতুন রূপে আবিষ্কার করেছে। মাঠ ঘাট দীর্ঘ বনলতা সর্বত্র যেখানেই চোখ যায় সেখানেই সবুজের ছোঁয়া মিলে যায়।সবুজ পরিবেশে গাছ গাছালি আর মাঝে মাঝে মৃদু হওয়ার ডাক,সনসনিয়ে সব দিক যেনো মাতাল করে রাখে প্রকৃতিকে। মোট ব্যপার হলো সবুজের দিকে তাকালেই যেনো নয়ন এবং মন জুড়িয়ে যায়।যাইহোক বন্ধুরা আমি এই প্রকৃতির ফটোগ্রাফি গুলি করেছিলাম ঢাকার নবীনগর টু মানিকগঞ্জ হাইওয়ে এর মাঝ রাস্তা থেকে।আশা করি আপনাদের ভালো লাগবে ।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X promotion
https://x.com/mdetshahidislam/status/1953256211538952371?t=X-YqE4OIgrBgd7vN-75qcA&s=19