✅✅সান রোজ ফুলের ফটোগ্রাফি।। beauty of creativity ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
আজ হঠাৎ করেই যখন সান রোজ ফুল দেখলাম রীতিমতো অবাক হয়ে গেছিলাম ।কারণ দুর থেকে দেখে মনে হচ্ছিলো এটি নয়ন তারা ফুল।বিশ্বাস করুন আর না করুন এই সান রোজ ফুল কে দুর থেকে লক্ষ্য করে দেখলেই আমার কথার সত্যতা খুঁজে পাবেন নিজেই।যাইহোক এই ফুল পরিচিত ছিলো বটে তারপরও যেনো অপরিচিত।কারণ হলো অনেক দিন পর এই ফুল কে দেখলাম তাই নাম তো প্রায় ভুলেই গেছিলাম।
তারপর হঠাৎ মনে পড়ে গেলো।ঠিক সে কারণেই আজকেই শেয়ার করে দিলাম এই ফুলের ফটো।যদিওবা তেমন একটা ভালো হয়নি কারণ ফুলটি ছিল ছোট আকারের।যাইহোক এই সান রোজ ফুলের পাপড়ি প্রায় তিন থেকে চারটি করে হয়ে থাকে।তবে এই ফুলের কয়েকটা জাত রয়েছে আমাদের দেশে।
সব থেকে জনপ্রিয় জাত হলো লাল রংয়ের সান রোজ ফুল। এটি দেখতেও যেমন আকর্ষণীয় লাগে ঠিক তেমনি সুগন্ধ যুক্তও বটে। আমার শেয়ার করা ফুল টাও যথেষ্ঠ আকর্ষণীয়।যাইহোক চলুন বন্ধুরা দেরি না করে আমার আজকের শেয়ার করা প্রত্যেকটা ফটো একটু দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1949982251707445327?t=_V42fMV1hNrpqyz3KXg6pQ&s=19