বাটারফ্লাই পি ফুলের চমৎকার ফটোগ্রাফি।।
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
আজকে একটি অচেনা ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিব। ফটোগ্রাফিতে নীলচে-বেগুনি আভাযুক্ত এই সুন্দর ফুলটির নাম বাটারফ্লাই পি বা ক্লিটোরিয়া টারনেটিয়া (Clitoria ternatea)। এটি একটি লতানো উদ্ভিদের ফুল, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বহুল পরিচিত। গাঢ় বেগুনি রঙের পাপড়ির ভেতরে সাদা ও গোলাপি আভা মিলিয়ে এক অপূর্ব শোভা তৈরি করে। এ ফুলকে অনেক সময় শখের বাগান, বাড়ির টব কিংবা লতা বেয়ে দেয়ালে চাষ করা হয়। প্রকৃতির দান এই ফুল কেবল সৌন্দর্য নয়, ঔষধি গুণেও সমৃদ্ধ।
এই ফুলের পাপড়ি থেকে প্রাকৃতিক নীল রঙ তৈরি করা যায়, যা খাবার বা পানীয় রঙিন করতে ব্যবহার করা হয়। অনেক দেশে বাটারফ্লাই পি ফুল দিয়ে বিশেষ চা তৈরি করা হয়, যা ব্লু টি নামে জনপ্রিয়। এই চা পান করলে শরীরে প্রশান্তি আসে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক। আয়ুর্বেদিক চিকিৎসায় এই ফুল ও গাছের শিকড় ব্যবহার করে স্মৃতিশক্তি বাড়ানো, মাথাব্যথা কমানো এবং দেহকে সতেজ রাখার উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে।
গ্রীষ্ম ও বর্ষাকালে এ ফুল বেশি ফুটে এবং উজ্জ্বল আলোয় আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। সাধারণত এ ফুল টকটকে নীল হলেও, বেগুনি ও সাদা রঙের ভিন্ন ভিন্ন প্রজাতিও পাওয়া যায়। শহরের বাগান থেকে শুরু করে গ্রামীণ প্রান্তরে এর সহজ উপস্থিতি প্রকৃতির সৌন্দর্য বাড়ায় বহুগুণে। ফুলের অনন্য রঙ, আকৃতি ও মসৃণ পাপড়ি অনেক প্রজাপতির মতোই লাগে, তাই একে “বাটারফ্লাই পি” নামকরণ করা হয়েছে।
সৌন্দর্য, স্বাস্থ্য উপকারিতা এবং পরিবেশবান্ধব ব্যবহার—সব মিলিয়ে এই ফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা মানুষের দৃষ্টিকে আনন্দ দেয় এবং জীবনে বহুমাত্রিক মূল্য যোগ করে। যাই হোক চলুন বন্ধুরা আমার করা ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1963787646259646507?t=pU4EbBKtyrpkUXbPVKUgCA&s=19