✅✅কাটিমন আমের চমৎকার কিছু ফটোগ্রাফি!!BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রিয় বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন ফটোগ্রাফি এপিসোড নিয়ে।আজকের ফটোগ্রাফি পোস্টটি হলো ফল বিষয়ক। হ্যাঁ বন্ধু আমি বলছি আম এর ফটোগ্রাফির কথা।আম আমরা কোন বেশি সকলেই চিনি।কিন্তু বিষয়টা হলো কোন আমের কি নাম এটা ও কেই জানিনা।
আর আজকের ফটোগ্রাফির আম টির একটি দারুন বৈশিষ্ট্য আছে।বন্ধুরা এই আমটির নাম হলো কাটিমন।এই আম টির বড় বৈশিষ্ট্য হলো বছরে এই আম তিন বার হয়ে থাকে। হ্যাঁ বন্ধু শুনতে অবাক লাগলেও এটাই সত্য বিষয়।এই আমের মধ্যে কড়া মিষ্টি না থাকলেও পাকলে এটি খেতে মোটামুটি ভালোই লাগে।
ঝোপায় ঝোপায় এই আমের ফলন হয় থাকে।আমি এই কাটিমন আমের ফটোগ্রাফি গুলি সংগ্রহ করেছিলাম একটি নার্সারি থেকে।এরকম আরো অনেক গাছ রয়েছে সহ।দেখতে দারুন দেখাচ্ছিল তাই ফটোগ্রাফী করে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1951805427265700056?t=nF2z8I2DvxbqQ7aSPmqClA&s=19
Mango's photographs were very beautiful.You have skillfully shared your mango photography with us.Thank you very much for sharing these wonderful photographs.