✅✅ সাদা কালারের সান রোজ ফুলের ফটোগ্রাফি!!BOC ✅ ✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আমার যতদূর সম্ভব মনে পড়ছে আপনাদের সাথে এর আগেও আমি সান রোজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। তবে সেটা হয়তো অন্য কালার ছিল। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি একদম সাদা রংয়ের ধবধবা সান রোজ ফুলের ফটোগ্রাফি। সাধারণত এই ফুল আবার মস গুলাপ নামেও পরিচিত। দূর থেকে দেখতে প্রায় গোলাপ ফুলের মতোই দেখায় যার জন্য এই ফুলকে মস গোলাপ ফুল ও বলা হয়। গাছগুলো একেবারে ঘাস এর মত হয়ে থাকে। তবে যদি বেড়া লাগিয়ে দেন গাছের পাশে তাহলে সেই বেড়া বেয়ে বেয়ে উপরে উঠতেও সক্ষম এই ফুলের গাছ। বিশেষ করে গেটের উপরে এই ফুলকে সব থেকে বেশি লাগানো হয়। কেননা গেট থেকে সামনের দিকে ঝুলে ঝুলে এই ফুল হয়ে থাকে। গেটের সৌন্দর্য অনেক গুনে বেড়ে যায়। আমাদের দেশ সহ আরো বেশ কয়েকটি দেশে এই ফুলের উৎপাদন দেখা যায়। আমাদের দেশে বেশ কয়েক কালারের এই ফুল হয়ে থাকে। তারমধ্যে সাদা,পিং এবং গোলাপ কালার এর ফুল সব থেকে বেশি জনপ্রিয়। পাপড়িগুলো ছোট ছোট আর একদম ঘন ঘন গোছালো আকারের থাকে। ছোট ছোট ডালের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। মাঝারি আকারের সুগন্ধ হয়ে থাকে। আমার পছন্দের ফুল গুলির মধ্য হতে একটি। আশা করি আপনাদের ও আমার করা ফুলের ফটোগ্রাফি গুলি ভালো লাগবে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1957256840334766188?t=wbILHmX99jGKLRmLST54Ow&s=19