কাটিমোন আমের চমৎকার ফটোগ্রাফি।।BOC ✅ ✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি। আজকের ফটোগ্রাফির বিষয় হিসেবে রেখেছি একটি ফল। অনেকে হয়তোবা অবাক হবেন যে এই সময় আবার আম কোথায় পেলাম। কিন্তু অবাক হওয়ার মত কিছুই নেই। আমাদের দেশে এক জাতের আম পাওয়া যায় যেটা বছরে তিনবার ফলন দিয়ে থাকে। সেই আম এর নাম হল কাটিমন। কাটিমন আমটা দেখতে প্রায় গৌরমতি আমের মতই। তবে কাটি মন আম এর বৈশিষ্ট্য হল আশ যুক্ত এবং মিডিয়াম ধরনের মিষ্টি হয়ে থাকে। আর পাকলে একদম হলুদ রঙের হয়ে যায়। কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই এই আম খাওয়া যায় টক লাগে না। গাছগুলি পাঁচ ফুট থেকে শুরু করে একদম ৮০ ফিট বা ১০০ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। চতুরদিকে বিস্তৃত থাকে। পাতাগুলো চিকন চিকন হয়ে থাকে। আম আসার আগে লাল কালারের মুকুল হয়ে থাকে। আম ফোটার পরপরই মুকুল নিজে থেকেই পড়ে যায়। আমি এই আমের ফটোগ্রাফি গুলি করেছিলাম একটি বাজার থেকে। চলুন বন্ধুরা আমার করা কাটি মন আমের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1959321774522503409?t=XF8-QbI1_mp1PF8fBEN_mw&s=19