✅✅ পদ্মা নদীর চমৎকার ফটোগ্রাফি!!BOC ✅ ✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
নদী দেখতে বরাবরই আমার কাছে ভালো লাগে। তবে নদীতে নৌকা নিয়ে যেতে ভীষণ ভয় লাগে। বিশেষ করে নৌকার দলাদলি ভাবটা আমার কাছে বেশি ভয় লাগে। মনে হয় যেন এই নৌকা ডুবে গেল। ঠিক সে কারণেই আমি নদীতে নৌকায় উঠি না। যদিও ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হয় তাও স্থল পথ অবলম্বন করে সেই গন্তব্যে যাই। তবুও নৌকায় ওঠার ইচ্ছা প্রকাশ করি না। কিন্তু পানিভর্তি নদীর সৌন্দর্য দেখতে বরাবরই মুগ্ধ হই। সেই সাথে ফটোগ্রাফি করতেও অনেক বেশি ভালোবাসি। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি পদ্মা নদীর কিছু ফটোগ্রাফি। আর এই ফটোগ্রাফি গুলি করেছিলাম কুষ্টিয়ার শিলাইদহ ঘাট থেকে। পদ্মা নদী বর্তমানে শিলাই দহ ঘাটে দুই ভাগ হয়ে গিয়েছে। এখানে মাঝখানে ভেসে উঠেছে চর আর দুই দিক দিয়ে পানি প্রবাহিত হয়। তবে আমি দক্ষিণ দিকের অংশের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই সাথে নদীতে নৌকা ঘোরাঘুরি করার বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে রেখে দিয়েছি। আজকে শেয়ার করেছি কেবলমাত্র পানি ভর্তি নদীর সৌন্দর্য। আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। চলুন বন্ধুরা করা ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1956545654563713319?t=bOW-vlquQkxle2NBDgjYOA&s=19