✅✅রাস্তাসহ প্রকৃতির দৃষ্টিনন্দন ফটোগ্রাফি!!BOC ✅ ✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের ফটোগ্রাফি পোস্টের আয়োজন করেছি রাস্তা সহ প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে। সাধারণত আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। বরাবরই সময় পেলেই ছুটে যাই প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে নিতে। হোক সেটা রাস্তার ধারের প্রকৃতি কিংবা কোন নির্জন বন। তবে আমার পছন্দের জায়গা হল শহরের ইট পাথর কংক্রিটের দালান কোটা থেকে এবং জনগণের কোলাহল থেকে দূরে মুক্ত বন বা কোন নির্জন এলাকা। এজন্যই বরাবর আমি বলি জনমানব কোলাহল সম্পূর্ণ জায়গা থেকে নির্জন গহীন অরণ্য এর মাঝে ব্যাপক শান্তি বিরাজমান। কেননা সেখানে আপনি খুঁজে পাবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। সকালের সেই সুমধুর পাখির কলোগান এবং চতুর্দিকে মৃদু হাওয়ার শন শন শব্দ। সব মিলিয়ে নিজেকে মনে হয় যেন একটু স্বাধীনতার মধ্যে যাপন করছি। সময় যতটাই প্রবাহিত হয় ততই যেন প্রকৃতি নতুন নতুন রূপে রূপ নেয়। সেই রূপে মুগ্ধ হই আমি। এই ফটোগ্রাফি গুলি করেছিলাম ঢাকা শহরের রপ্তানি এলাকা থেকে। যদিও বা জায়গাটা বেশ কোলাহলে তারপরেও মোটামুটি মুক্তময়। চলুন বন্ধুরা আমার করা প্রকৃতি সহ রাস্তার ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1956787913431412828?t=T7_MFucPAR8xtXYs-IlVkA&s=19