রঙিন আর্ট পোস্ট।সি এন জি আর্ট।।10%BOC beneficiary

in Beauty of Creativity2 years ago
হ্যাল্লো বন্ধুরা,

আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো,সি এন জি আর্ট।আমি এই আর্ট টি কিছু দিন আগে করেছি কারণ বসত সেটা শেয়ার করতে পারিনি।আর্ট টি আপনাদের মাঝে ধাপ পরিক্রমায় দেখানোর চেষ্টা করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20231217_172643.jpg

আর্ট এর প্রয়োজনীয় উপকরণসমূহ:

একটি আর্ট পেপার
পেন্সিল,স্কেল
কয়েক প্রকারের রং পেন্সিল
আর্ট প্রক্রিয়া চলমান:

IMG_20231213_093506.jpg

IMG_20231213_094717_1.jpg
আমরা প্রথম চিত্রের মত করে কিছু বিন্দু দিয়ে নিবো।তারপর সেই বিন্দু গুলার মোতাবেক কিছু দাগ টেনে নিবো,সামনের দিকের চিত্রটা আগে আঁকবো।যে দাগ গুলা দিবো সেগুলো যেনো সৌন্দর্যপূর্ণ হয়।

আর্ট প্রক্রিয়া চলমান:

IMG_20231213_095124.jpg

IMG_20231213_095608.jpg
এখন পিছনের দিকটা আর্ট করে নিবো,এবং বডির আর্ট গুলা ভালোভাবে সম্পূর্ণ করবো।তারপর চাকার চিত্রটি আর্ট করতে হবে।

আর্ট প্রক্রিয়া চলমান:

IMG_20231213_100144_1.jpg

IMG_20231213_100506_1.jpg

তারপর সিএনজি এর সামনের চাকা এবং পিছনের চাকার দৃশ্য দুটি আর্ট করে নিবো।আর পুরা আর্ট টির মধ্যে গাঢ় করে আর্ট করে নিতে হবে এবং ভিতরের সব যাবতীয় আর্ট করে নিবো।

আর্ট প্রক্রিয়া চলমান:

IMG_20231217_164830.jpg

IMG_20231213_103419_1.jpg

পেন্সিল দিয়ে আর্ট করা শেষের পর এখন রং করার পালা।প্রথমত আমরা পিছনের দিকের অংশটিকে রং সম্পূর্ণ করে নিবো।তারপর সামনের দিকের অংশটিকে রং করে নিবো।অবশেষে আমার আজকের সিএনজি আর্ট টি সম্পূর্ণ হলো।আজকের মত এখানেই শেষ করছি।আবার দেখা হবে বন্ধুরা নতুন পর্বে।আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি।আল্লাহ হাফেজ

IMG_20231217_172643.jpg

ধন্যবাদ
DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

Sort:  
 2 years ago 

Very nice painting..

 2 years ago 

Thank you so much brother for your support

 2 years ago 

আপনি খুব চমৎকার একটি আর্ট করেছেন। আপনার চমৎকার আর্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে।