কসমস ফুলের ফটোগ্রাফি।।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ফটোগ্রাফি। প্রতিনিয়তই আপনাদের সাথে নিত্যনতুন ফটোগ্রাফি গুলির শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর সেগুলো যদি ফুলের ফটোগ্রাফি হয় তাহলে তো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আজকে যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসমস ফুল। আমাদের দেশে কসমস ফুলের বেশ কয়েকটা প্রকার রয়েছে। রক্ত কালার হলুদ কালার সাদা কালার বেগুনি কালার এবং কমলা কালার। আজকে যে ফটোগ্রাফিটি শেয়ার করেছি এটি হচ্ছে এটি কমলা কালারের কসমস ফুল। শীতকালীন সময়ে এই ফুলের চাষাবাদ করা হয়ে থাকে। বেশ চমৎকার একটি ফুল। বাণিজ্যিকভাবে এই ফুলকে চাষাবাদ করা হয়ে থাকে। এই ফুল আমাদের দেশর বাইরে ও ইউরোপের কান্ট্রি গুলোতে লক্ষ্য করা যায় ব্যাপক হারে। এই ফুলের গন্ধ না থাকলেও লুকিং কিন্তু অসাধারণ। দেখতে খানিকটা সূর্যমুখী ফুলের মত। সাধারণত নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাপক হারে এই ফুলকে বাজারে লক্ষ্য করা যায়। এই ফুল গাছের সাইজ প্রায় চার ফুট পর্যন্ত হয়ে থাকে। সব মিলিয়ে লুকিং কিন্তু চমৎকার থাকে। যাই হোক বন্ধুরা চলুন আমার আজকের কসমস ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাঝে মাঝে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ
প্রতিনিয়ত অনেক দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেক বেশি সুন্দর থাকে। আর আমি মুগ্ধ হই।
আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আজকের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে
I am really inspired by your photography. There is so much realism in your photography work that no one will believe it unless they see it.