২৩.০৭.২০২৫
প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ,সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ! মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আমিও ভালো আছি।যেহেতু ফটোগ্রাফি করতে আমি ভালোবাসি তাই আজকেও নতুন একটি ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।হাতে একটি স্মার্টফোন থাকবে অথচ ফটোগ্রাফি করবো না তা হবেনা। বরং ফটোগ্রাফির মাধ্যমে নিজের ভালো লাগাকে পরিপূর্ণতা দিতেই হবে।আর এজন্যই আমি প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে ফটোগ্রাফি করে থাকি।ভালো লাগা থেকেই আজকেও আমি ফটোগ্রাফি করেছি।আশা করছি আমার করা আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
 |
আজকে আমি আপনাদের মাঝে রাস্তার ধারে ফুটে থাকা নাম না জানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।এদেশে কত রকমের ফুল রয়েছে তা আমাদের সঠিক জানা নেই।এমনও কিছু ফুল রয়েছে,যা কোন রকম পরিচর্যা ছাড়াই রাস্তার ধারে ঝোপে ঝাড়ে অবহেলায় বেড়ে ওঠে। অথচ, এধরনের ফুলগুলোও সৌন্দর্যের মুগ্ধতা ছড়ায়।আজকে কথা বলছি এমনই একটি ফুল সম্পর্কে,যা রাস্তার ধারে ঝোপের মধ্যে অবহেলায় বেড়ে উঠেছে এবং তার সৌন্দর্যে রাস্তার পরিবেশকে সুশোভিত করেছে।আমি ফুলটির নাম জানিনা। অনেকের কাছে নাম জানতে চাইলেও কেউ সঠিক নামটি বলতে পারেননি।এই ফুলগুলো আমার চলার পথেই দেখা মিলেছে। ফুলগুলো যখন গাছে ফুটে থাকে,দেখে মনে হবে যেন আকাশের তারা ফুটে আছে।নাম না জানা এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। চলুন রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা নাম না জানা ফুলের কিছু ফটোগ্রাফি দেখে আসি।
লোকেশন
Photography Details
Device | Infinix Hot 30i |
Location | Jhenaidah, Bangladesh |
Captured By | @shihabuddin48 |
I am Md. Shihab Uddin. My Steemit ID is
@shihabuddin48 .I am a Bangladeshi citizen. My birthplace is in Jhenaidah Sadar Upazila. I love photography. You could say it's my hobby.I also love reading books and writing about new things.I want to fulfill my passions and hobbies through Steemit.

সবাইকে ধন্যবাদ।
X Promotion Post Link
https://x.com/ShihabU68147715/status/1948033474818150865?t=DvGPu2Svl6L9s5DoB9iKvg&s=19
Flower looks very beautiful