কিছু সুস্বাদু ঘরোয়া খাবারের ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু ফুড ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন। কারণ সকল রেসিপি গুলি সকলের খুবই পরিচিত এবং সুস্বাদু খাবার। চলুন শুরু করি।
আলুর দুম
আলুর দুম রেসিপিটি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। এই বাঙালি রেসিপিটি সারা ভারতে বিখ্যাত। খেতে এতোটাই সুস্বাদু ও জনপ্রিয় যে রুটি, পরোটা, লুচি অনেক কিছুর সাথে আলুর দুম পরিবেশন করা হয়। এক কথায় খেতে ভীষণ মজার।
হেলিকপ্টার মাছের ভুনা
হেলিকপ্টারমাছের ভুনা একটা ইউনিক ও সুস্বাদু মাছের রেসিপি। সত্যি বলতে আপনারাও একটা ইউনিক টেস্ট পাবেন এই মাছের ভুনা ডিস্ থেকে। আমিও ইউনিক টেস্ট পেয়েছিলাম।
সয়াবিন বড়ি তরকারি
সয়াবিন বড়ির তরকারি খেতে অনেক জনপ্রিয় নিরামিষ তরকারি। অতি পরিচিত একটা বাঙালি খাবার। আমি অনেক পছন্দ করি এই সয়াবিনের তরকারি খেতে। আপনারা খেয়ে দেখবেন।
কঁচুর মুখী দিয়ে কই মাছের তরকারি
কঁচুর মুখী দিয়ে কই মাছের তরকারি ভীষণ সুস্বাদু বাঙালি রেসিপি। আশা করি অনেকেই এই রেসিপিটি খেয়েছেন। যারা এখন খান নি খেয়ে দেখবেন।
কই মাছ ভাজি
যেকোনো মাছ ভাজি খেতে খুবই মজার হয়। তবে কই মাছ ভাজি অনেক স্বাদের একটা রেসিপি। কই মাছ ভাজি খেতে অনেক সুস্বাদু। আপনারা খেয়ে দেখবেন অনেক টেস্ট পাবেন।
পুটি বাটা মাছের ঝাল
পুটি বাটা মাছের ঝাল খুবই সুস্বাদু ও জনপ্রিয় ঐতিহ্য বাহী ভারতীয় বাঙ্গালী খাবার। এই রেসিপিটিও অনেক সুস্বাদু ও মজাদার ছিলো। আশা করি আপনারা টেস্ট করবেন।
বড় কঁচু দিয়ে মৃগেল মাছের ঝোল
বড় কঁচু দিয়ে মৃগেল মাছের ঝোল একটা জনপ্রিয় এবং ঐতিহ্য বাহী সুস্বাদু বাঙালি খাবার। আশা করি সবাই অনেক উপভোগ করবেন এই তরকারি। আমিও অনেক ইউনিক টেস্ট পাই। সবাই খেয়ে দেখবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1973377664351154633
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟