গ্রামের পুরানো ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরার কিছু দৃশ্য

in Beauty of Creativity6 days ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে গ্রামের মেঠো পথ বয়ে যাওয়া একটা ক্যানেলে মাছ ধরার অপূর্ব দৃশ্য। আশা করি সবাই উপভোগ করবেন। আমিও সবসময়েই উপভোগ করি এবং নিজের ও মাছ সংগ্রহ করতে অনেক ভালো লাগে।

IMG_20250925_141848.jpg

খেওলা জাল দিয়ে মাছ ধরার গ্রামের একটা ঐতিহ্যবাহী মাছ ধরার কৌশল। আমরা মাঝে মাঝে মাছ ধরতে যায় খেওলা জাল দিয়ে। এই খেওলা জাল গুলি আমার বাবার নিজে হাতে বোনা জাল হওয়ার ফলে প্রচুর মাছ পাই। আমার বাড়ির সামনে দিয়ে একটা ক্যানেল চলে গেছে। এই ক্যানলে বারোমাস কম বেশি বিভিন্ন ধরণের মাছ পাওয়া যায়। আমরা অধিকাংশ সময়ই মাছ কিনে খায়। তবে মাঝে মাঝে এই ক্যানেলে মাছ ধরতে যায়। সত্যি মাছ ধরে অনেক মজা পাওয়া যায়। মাছ ধরা, সংগ্রহ করা এমনকি মাছ ধরা দেখে আলাদাই মনের শান্তি পাওয়া যায়। সত্যি আমি তো পেয়ে থাকি। আপনাদের অনুভূতি জানাবেন। আজ ক্যানেলে মাছ ধরতে গেছিলাম আমার বাবা এবং আমি। আমার বাবা খেওলা জাল দিয়ে খেপন দিয়ে মাছ তুলছিলো ওই মাছগুলি আমি সংগ্রহ করছিলাম। আমি বেশ উপভোগ করছিলাম। আজ আমরা মাছ ধরতে যেয়ে বিভিন্ন ধরণের মাছ পেয়েছিলাম। তার মধ্যে রয়েছে কই মাছ, টাকি মাছ, পুটি মাছ, খোলসে মাছ, টেংরা মাছ, তোড়া মাছ,পোনা মাছ, হেলিকপ্টার মাছ ইত্যাদি। আশা করি এই সবগুলি ছবি দেখে আপনারা অনেক উপভোগ করবেন।

IMG_20250925_141935.jpg

IMG_20250925_141903.jpg

IMG_20250925_141918.jpg

IMG_20250925_141927.jpg

IMG_20250925_141944.jpg

IMG_20250925_141954.jpg

IMG_20250925_142002.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 6 days ago 

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 5 days ago 

গ্রামের পুরানো ঐতিহ্যবাহী মাছ ধরার দৃশ্য সত্যিই দারুণ লেগেছে! এতে গ্রামীণ জীবনের সরলতা, পরিশ্রম আর ঐতিহ্যের সুন্দর মিল পাওয়া যায়। এমন মুহূর্তগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ধন্যবাদ এত সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 5 days ago 

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য ধণ্যবাদ।