গ্রামে ঘোড়ার গাড়িতে মালামাল বহন ও মাছ ধরার অপূর্ব দৃশ্য
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে গ্রামের মানুষের জীবনযাত্রার কিছু চালচিত্র তুলে ধরবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন। আমি সবসময়ই উপভোগ করি।
আজ আমি মাঠে গেছিলাম এক বস্তা আলু কেনার জন্য। সেখানে যেয়ে গ্রামের আলু তোলার মুহূর্ত উপভোগ করেছিলাম। কিছু দিন আগে আপনাদের সামনে আলু তোলার মুহূর্ত তুলে ধরার কারণে আজ আর আলু তোলার মুহূর্ত শেয়ার করবো না। তবে আমরা যখন দেখলাম কিছু মৎসজীবী পুকুরে মাছ ধরছিলো। আমি সেই মুহূর্ত উপভোগ করছিলাম। আমি সেই মুহূর্ত কিছুটা ক্যামেরা বন্দি করেছিলাম। আশা করি সবাই মাছ ধরার মুহূর্ত উপভোগ করবেন।
গ্রামের পুরানো রীতি মেনেও কিছু কিছু জায়গায় গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি দেখা যায়। গরু দিয়ে জমি চাষ করার পাশাপাশি মালামাল বহন করার জন্য এই গাড়িগুলি ব্যবহার করে থাকে। আজ আমি দেখলাম একটা ঘোড়ার গাড়ি। সেই গাড়িতে করে মালামাল বহন করে নিয়ে যাচ্ছিলো। আমি সেই মুহূর্ত অনেক উপভোগ করেছিলাম। আমরা ফোনের ক্যামেরা সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। আপনারা সবাই উপভোগ করেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1900135758054436942
Every part of your photography is so vivid that I am fascinated the more I look at it. Thanks for sharing the wonderful photography.