আমাদের বাগানের কিছু ফল এবং সবজির ফোটোগ্রাফি

in Beauty of Creativity11 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমাদের বাগানের কিছু সবজি এবং ফলের ছবি শেয়ার করবো। এক মাস পর শীতকাল। শীতকালে আমাদের বাড়িতে নানাবিধ সবজি চাষ করা হবে। এখন বর্ষাকাল হওয়ায় সবজি অনেক কম। এই মুহূর্ত যেসকল সবজি রয়েছে এবং কিছু ফল আমাদের বাগানে রয়েছে। সেই গুলি আমি শেয়ার করবো আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

আনারস

IMG_20250923_092455.jpg

IMG_20250923_092511.jpg

আমাদের বাগানে একটা বড় আনারস ধরেছে। এখনো অবশ্য আনারসটি পাকে নি। আনারসটি এখন যে অবস্থায় রয়েছে দেখতে অপূর্ব লাগছে। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।

কামরাঙ্গা

IMG_20250923_091815.jpg

IMG_20250923_091824.jpg

কামরাঙ্গা ফল একটু টক জাতীয় ফল। তবে পাকলে বেশ মিষ্টি লাগে। এখন আমাদের বাগানে বেশ অনেকগুলো কামরাঙ্গা ফল রয়েছে। এখনো সেই ফলগুলি পাকে নি। তবে কাঁচা কামরাঙ্গা ফল গুলি সবাই উপভোগ করেন।

ঝিঙে

IMG_20250923_091848.jpg

IMG_20250923_091804.jpg

ঝিঙে সবজি অনেক পুষ্টিগুনসম্পূর্ণ উপকারী ঝিঙে সবজি। আমাদের বাড়িতে সবজি বাগানে অনেকগুলি ঝিঙে হয়েছে। এখন সবাই ঝিঙে সবজির ছবি উপভোগ করেন।

পুঁই শাক

IMG_20250923_092309.jpg

IMG_20250923_092254.jpg

পুঁই শাক প্রায় সারাবছর হয়ে থাকে। আমাদের বাড়িতেও সারাবছর পুঁই শাক চাষ করা হয়। এখন সেই পুঁই শাকের ছবি শেয়ার করছি।

কাঁচকলা

IMG_20250923_091839.jpg

IMG_20250923_091832.jpg

আমাদের বাড়িতে বিভিন্ন ধরণের কলা গাছ রয়েছে। বিভিন্ন ধরণের কলা আমাদের বাগানে হয়ে থাকে। এই মুহূর্তে বিরাট বড় এক কাধি কলা রয়েছে। আশা করি এই ছবি দেখেও আপনারা অনেক উপভোগ করবেন।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy