কচুরিপনা ফুলের কিছু ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কঁচুরিপনা ফুলের ছবি শেয়ার করবো। কচুরিপনা ফুল বেশ কিছু ধরণের হয়ে থাকে। আজ আমি আপনাদের সামনে যে কচুরিপনার ছবি শেয়ার করবো আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
কচুরিপনা এক ধরণের ভাসমান জলজ উদ্ভিদ। তবে কচুরিপনা ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়। আজ আমি যে কচুরিপনার ফুলের ছবি শেয়ার করছি এই উদ্ভিদ গুলি ভেজা জায়গায় হয়ে থাকে। হালকা জলযুক্ত জায়গায় বেশি হয়ে থাকে। আমি আশা করি এই কচুরিপনা ফুল সবাই চেনেন। দেখতেও অপূর্ব লাগে। আমি বেশ কিছু দিন আগে আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তালবাগানে গেছিলাম। সেখানে হালকা জলযুক্ত জায়গায় এই ফুল দেখতে পাই। আমি বেশ কিছু কাছের থেকে ম্যাক্রো শট নিয়েছিলাম। এখন আপনাদের মাঝে সেই ছবি গুলি শেয়ার করছি।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1971921878005764509