লর্ড কার্জন গেটের ছবি এবং রামপ্রসাদের লস্যি দোকান পরিদর্শন
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমি বর্ধমানে গিয়েছিলাম। সেখানে বিশেষ কাজে বর্ধমানে গিয়েছিলাম। সেখানে কার্জন গেট এবং রামপ্রসাদের লস্যির দোকান পরিদর্শন করেছিলাম। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
বর্ধমানের লর্ড কার্জন গেট
বর্ধমানের লর্ড কার্জন গেট একটা ঐতিহাসিক গেট। বর্ধমান শহরে লর্ড কার্জনের আগমনকে স্মরণীয় রাখতে এই গেট বর্ধমানের রাজা তৈরি করেছিলেন। আশা করি সবাই কার্জন গেটের ছবি উপভোগ করবেন।
রামপ্রসাদের লস্যি
রামপ্রসাদের লস্যি বর্ধমানের ইতিহাসে ৮০ বছরের পুরানো ঐতিহ্য। এই লস্যির স্বাদ সত্যি অতুলনীয়। লস্যিতে কেশর মিশ্রণ করা হয়। বর্ধমান শহরে গেলেই সবাই এই কার্জন গেট ও লস্যির দোকান পরিদর্শন করে।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy