গঙ্গা নদীর উপর দিয়ে বিরাট জাহাজ যাওয়ার অপরূপ দৃশ্য

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আজ আপনাদের সামনে গঙ্গা নদীর অপরূপ কিছু ছবি শেয়ার করবো। কিছু দিন আগে আমি যখন বর্ধমান থেকে বারাসাতে গেছিলাম তখন শেওড়াফুলি ঘাট থেকে গঙ্গা পারাপার করে যাওয়া আসা করেছিলাম। সেই পারাপারের কিছু দৃশ্য শেয়ার করছি।

IMG_20250530_142234.jpg

IMG_20250530_080757.jpg

IMG_20250530_080728.jpg

প্রতিদিন হাজার হাজার মানুষ গঙ্গা পারাপার করছে। আমি গঙ্গা পারাপার করার আগে বেশ কিছু ছবি তুলেছিলাম। গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করেছিলাম। বিকালে বারাসাত থেকে ফিরে আসার সময় মনিরামপুর ঘাট থেকে যখন গঙ্গা পারাপার করার আগ মুহূর্ত অনেক বছর পর একটা বিরাট জাহাজ দেখলাম। গঙ্গা নদীর উপর দিয়ে জাহাজ যাইতেছে। আশা করি সবাই এই ছবিগুলো অনেক উপভোগ করবেন।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 2 months ago 
 2 months ago 

There is so much realism in your photography work that no one will believe it unless they see it. We really have a lot to learn from you. Thanks for sharing.