আজ গঙ্গা নদী পারাপারের মধ্যে গঙ্গা নদী উপভোগ

in Beauty of Creativity3 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের সামনে সারাদিন যেভাবে কাটিয়েছি। আজ গঙ্গা নদী পার হয়ে বাসের দ্বারা বারাসাত সিটিতে যেয়ে সারাদিন উপভোগ করলাম। আশা করি সবাই গঙ্গা নদীর অপরূপ দৃশ্য দেখে অনেক উপভোগ করবেন। এখন আমি সংক্ষিপ্ত ভাবে বলছি।

IMG_20250428_142456.jpg

IMG_20250428_142506.jpg

IMG_20250428_142516.jpg

IMG_20250428_142531.jpg

আজ খুবই ভোরে উঠে ফ্রেশ হয়ে সাইকেল দ্বারা বাবা এবং আমি পৌঁছে গেলাম আমাদের পালসিট স্টেশনে। সেখান থেকে ট্রেনে চেপে পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশন। আমি হাঁটতে শুরু করলাম। হেটে যেয়ে গঙ্গা নদী পারাপারের টিকিট কেটে আমি এবং বাবা পৌঁছলাম মনিরামপুর ঘাটে।তারপর কিছুটা হেঁটে যেয়ে বাসের দ্বারা জগৎনাথপুরে নেমে আবার হাঁটতে শুরু করলাম। তারপর ডিপটিকল ৬ নম্বর গলি থেকে টোটো দিয়ে আমরা কলোনীর মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়াতে পৌঁছালাম। আমি কয়েক ঘন্টা বাংকের কাজ মিটিয়ে মা লক্ষী হোটেলে গেলাম। সেখান থেকে হোটেলে সবজি ভাত খেয়ে আবার ডিপটিকলে পৌছালাম। আমার এক আত্মীয় বাড়ি পৌঁছে গেলাম। এভাবেই সারাদিন কাটিয়েছিলাম।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy