কিছু জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু সুস্বাদু ও টেস্টি ঘরোয়া রেসিপি শেয়ার করবো। আশা করি সবাই এই সুস্বাদু বাঙালি ফুড ফোটোগ্রাফি অনেক উপভোগ করবেন। আমিও উপভোগ করেছিলাম।
পাকা তালের বড়া
পাকা তালের বড়া রেসিপিটি একটা জনপ্রিয় ও টেস্টি রেসিপি। এই বাঙালি ঐতিহ্যবাহী সুস্বাদু রেসিপি সবাই খেয়ে দেখবেন। আশা করি অনেক ইউনিক টেস্ট পাবেন। আমিও অনেক টেস্ট পেয়েছিলাম।
পাকা তালের বড়া খেতে ভীষণ মজার হয়ে থাকে।
পাকা তালের পায়েস
পাকা তালের পায়েস রেসিপিটি একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এই খাবারটি খুবই পুষ্টিকর ও সুস্বাদু খেতে হয়ে থাকে। সাধারণত ভাদ্র মাসে তাল পাকে সেই সময়ই আমরা পাকা তাল বেশি সংগ্রহ করে থাকি। সেই সময়ই খেতে অনেক টেস্টি হয়। তবে আজকের তালটি অসময়ের পাকা তাল হওয়ায় এই রেসিপির টেস্ট অনেকগুন বেশি বলা চলে। সত্যি অনেক টেস্টি একটা রেসিপি পাকা তালের পায়েস। আপনারা খেয়ে দেখবেন।
কই মাছ ও টাকি মাছ দিয়ে ওলের তরকারি
কই মাছ ও টাকি মাছ দিয়ে ওলের তরকারির অপূর্ব টেস্টি একটা বাঙালি ডিশ। আশা করি আপনারা ইউনিক টেস্ট পাবেন ওলের তরকারি থেকে। আমি পেয়েছিলাম ওলের তরকারি থেকে।
পুটি মাছ ভাজি
পুটি মাছ ভাজি একটা জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সুস্বাদু মাছ ভাজি রেসিপি। আশা করি আপনারা অনেক উপভোগ করবেন এই পুষ্টিকর ও টেস্টি পুটি মাছ ভাজি রেসিপি।আমিও অনেক উপভোগ করেছিলাম এই রেসিপি খেয়ে।
কলার মোচা ভাজি চিংড়ি মাছ দিয়ে
কলার মোচা ভাজি খেতে অনেক ইউনিক টেস্টি খাবার। আশা করি সবাই অনেক উপভোগ করবেন এই কলার মোচা ভাজি খেয়ে। চিংড়ি মাছ দিয়ে মোচা রেসিপিটি তৈরি করলে টেস্ট অনেক গুন বেড়ে যায়।আপনারা এই রেসিপির স্বাদ উপভোগ করবেন আশা করি ভালো লাগবে।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1975920425432682558
It's a truly innovative creation, showcasing how unexpected ingredient pairings can lead to an incredibly tasty and memorable dish.