কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি

in Beauty of Creativity13 days ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন এই কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি। সত্যি দেখতে অপূর্ব লাগে।

IMG_20251003_161620.jpg

কামরাঙ্গা ফুলগুলি দেখতে চমৎকার হয়ে থাকে। এই ফুলগুলি কামরাঙ্গা গাছের ডালপালায় গুচ্ছাকারে ধরে থাকে এবং ফুলগুলি গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। ফুলগুলি আকারে ছোট হলে একসঙ্গে প্রচুর ফুল গুচ্ছ আকারে থাকার কারণে অসাধারণ সুন্দর দেখতে লাগে। এই কামরাঙ্গা ফল গুলি টক মিষ্টি হয়ে থাকে। তবে একদম পেকে গেলে বেশ মিষ্টি স্বাদ পাওয়া যায়। সত্যি বলতে আমিও দেখে অনেক মজা পেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। আজ আমার বাগান থেকে এই কামরাঙ্গা ফুলের ছবিগুলি ক্যামেরা বন্দি করেছি। সবাই উপভোগ করেন।

IMG_20251003_161640.jpg

IMG_20251003_161633.jpg

IMG_20251003_161418.jpg

IMG_20251003_161702.jpg

IMG_20251003_161656.jpg

IMG_20251003_161648.jpg

IMG_20251003_161719.jpg

IMG_20251003_161709.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Sort:  
 13 days ago 
 13 days ago 

This flower is small in size, but looks very beautiful.