কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবাই অনেক উপভোগ করবেন এই কামরাঙ্গা ফুলের ফোটোগ্রাফি। সত্যি দেখতে অপূর্ব লাগে।
কামরাঙ্গা ফুলগুলি দেখতে চমৎকার হয়ে থাকে। এই ফুলগুলি কামরাঙ্গা গাছের ডালপালায় গুচ্ছাকারে ধরে থাকে এবং ফুলগুলি গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। ফুলগুলি আকারে ছোট হলে একসঙ্গে প্রচুর ফুল গুচ্ছ আকারে থাকার কারণে অসাধারণ সুন্দর দেখতে লাগে। এই কামরাঙ্গা ফল গুলি টক মিষ্টি হয়ে থাকে। তবে একদম পেকে গেলে বেশ মিষ্টি স্বাদ পাওয়া যায়। সত্যি বলতে আমিও দেখে অনেক মজা পেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। আজ আমার বাগান থেকে এই কামরাঙ্গা ফুলের ছবিগুলি ক্যামেরা বন্দি করেছি। সবাই উপভোগ করেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা: রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1974066853631672759
This flower is small in size, but looks very beautiful.