মোস্তাফিজুর মামার গাড়ি কেনার স্বপ্ন পূরণ

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৩-১০-২০২৫)

IMG_20251003_093428.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মোস্তাফিজুর মামার গাড়ি কেনার মুহূর্ত । আসলে মুস্তাফিজুর মামা বেশ কিছুদিন আগে থেকেই আমাকে বলছিল গাড়ি কিনবে। বেশ কিছুদিন আগে হঠাৎ একদিন রাতে আমাকে ফোন দিয়ে মামা বলে কালকে গাড়ি কিনতে যাব আমাকে যেতে হবে। সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে প্রথমেই মোস্তাফিজুর মামাদের বাসায় চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখি গাড়ি কেনার জন্য অনেকেই আমাদের সাথে যাবে। আমাদের একটা খালাতো ভাই ছিল মোস্তাফিজুর মামার আব্বা এবং খালু এবং আমার একটা বন্ধু ছিল আমরা সবাই মিলে একসাথে তারা গুনিয়া বাজারে গিয়েছিলাম মুস্তাফিজুর মামার মোটরসাইকেল কেনার জন্য। সেখানে গিয়েই প্রথমে আমরা সুজুকি মোটরসাইকেল পছন্দ করেছিলাম যেহেতু মুস্তাফিজুর মামার আগে থেকেই পছন্দ ছিল। তাই সেখানে গিয়ে আমাদের পছন্দ করার কোন প্রয়োজন হয়নি আমরা গিয়ে আমাদের পছন্দের মোটরসাইকেল শোরুমে পেয়ে গিয়েছিলাম। উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন মুস্তাফিজুর মামা মোটরসাইকেল এর উপরে খুবই সুন্দরভাবে বসে আছে সেই মুহূর্তে আমি খুবই চমৎকার একটি ছবি তুলেছিলাম। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক............

IMG_20251003_093404.jpg

IMG_20251003_093354.jpg

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যখন তারা গুনিয়া বাজারে মোটরসাইকেল শোরুমে প্রবেশ করেছিলাম সেখানেই বেশ কিছু সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল দেখতে পেয়েছিলাম। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম তারাগুনিয়া বাজার থেকে সুজুকি মোটরসাইকেল শোরুম থেকে মোটরসাইকেল কিনবো। সেখানে আমাদের সাথে আমাদের খালাতো ভাই এবং আমার একটা বন্ধু গিয়েছিল তারা খুবই সুন্দর ভাবে মোটরসাইকেলের উপরে বসে দেখতেছিল সেই মুহূর্ত আমি খুবই চমৎকারভাবে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। আসলে আমরা মোটরসাইকেল কিনতে যাওয়ার সময় কিছু টাকা অনলাইন থেকে তোলার প্রয়োজন ছিল তাই আমি এবং আমার খালাতো ভাই দুজন মিলে আমরা সেখানে একটি বিকাশের দোকানে অনলাইন থেকে টাকা তুলতে গিয়েছিলাম। সেখানে আমরা বেশ কিছু টাকা তুলে ছিলাম এবং আমার খালাতো ভাই যখন টাকা হাতে নিয়েছিল সেই মুহূর্তে আমি খুবই চমৎকার একটি ছবি তুলেছিলাম। সব মিলিয়ে মুস্তাফিজুর মামার সাথে মোটরসাইকেল কিনতে যাওয়ার মুহূর্তটা ছিল অসাধারণ।

IMG_20251003_093341.jpg

IMG_20251003_093325.jpg

আপনারা উপরে এবার লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে শোরুম এর মধ্যে অনেকগুলো মোটরসাইকেল ছিল তার মধ্য থেকে আমরা সুজুকি ব্র্যান্ডের একটি কালো কালারের মোটরসাইকেল পছন্দ করেছিলাম। মোস্তাফিজুর মামা মোটরসাইকেল নিয়ে যখন শোরুমের মধ্যে দাঁড়িয়ে ছিল সেই মুহূর্তে আমি মোটরসাইকেলের সাথে মুস্তাফিজুর মামার বেশ দারুন কয়েকটি ছবি তুলেছিলাম। মোটরসাইকেল যখন আমাদের পছন্দ হয়ে গিয়েছিল তখন আমরা ক্যাশ কাউন্টার এসে টাকা পয়সা পেমেন্ট করেছিলাম এবং মুস্তাফিজুর মামাকে বেশ কয়েক জায়গায় মোটরসাইকেল কেনার জন্য স্বাক্ষর দিতে হয়েছিল যেহেতু মোটরসাইকেলটি মুস্তাফিজুর মামার নামে কেনা হচ্ছিল। মোটরসাইকেল কেনা যখন সম্পূর্ণ করেছিলাম সেখানে আমাদের বেশ কিছু নাস্তা দেওয়া হয়েছিল আমরা সকলে সেখানে বসে নাস্তা খেয়েছিলাম এবং খুবই আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছিলাম।

IMG_20251003_093416.jpg

সবার শেষে আমি আপনাদের মাঝে মোটরসাইকেলের শোরুম এর মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে একটি সেলফি তুলে ছিলাম সেই ছবিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমরা প্রত্যেকে প্রায় একই বয়সের তাই আমাদের মধ্যে সবার মিল অন্যরকম। যখন আমরা মোটরসাইকেল কেনা সম্পূর্ণ করেছিলাম তখন সবার প্রথমে মোটরসাইকেল সার্ভিসিং দেওয়ার পরে আমি নিজে ড্রাইভ করেছিলাম। মোটরসাইকেল কেনার পরে সেখানে সার্ভিসিং পয়েন্টে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম যেহেতু নতুন গাড়ি আমাদের সার্ভিসিং দেওয়া প্রয়োজন ছিল। সেখানে আমরা গাড়ির আরো বেশ কিছু যন্ত্রাংশ নতুন নতুন অ্যাড করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

1000096995.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin