প্রাকৃতিক নিয়ম
জীবনে কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না। যদি আপনি কখনো এটা মনে করেন যে আমি ছাড়া কখনো এটা সম্ভব হতোনা কিংবা আমি ছাড়া কখনো এটা করা সম্ভব না তাহলে আপনি চিরন্তর বোকা ও ভুল একজন মানুষ। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে যেটা ঘটার সেটা ঘটবেই ও যেটা হওয়ার সেটাই হবে। আপনি করেন কিংবা না করেন কিন্তু সেটা হবে কারণ এটাও একটা প্রাকৃতিক নিয়ম।