হঠাৎ করে সকলেই ফ্লুতে আক্রান্ত
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
তিন চার দিন ধরে হঠাৎ একটু ঠান্ডা বেশি পরা শুরু হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি।এছাড়া বৃষ্টি ও বাতাস তো রয়েছেই। যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন তাপমাত্রা ছিল ১৫ থেকে ২৩ ডিগ্রি এর মধ্যে ছিল।বেশ ভালই লাগছিল তখন। কিন্তু এখন হঠাৎ করেই তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আর এ কারণে অনেকেই ফ্লুতে আক্রান্ত হয়ে পড়ছে। ঠান্ডা, কাশি, জ্বর লেগেই রয়েছে।ছোট ভাসুরের দুই ছেলে আক্রান্ত ছিল ঠান্ডা ও জ্বরে, বেশ ভালোই জ্বর ছিল তাদের।এখন আমাদের ঘরে শুরু হয়েছে। প্রথমে ছোট মেয়ের ঠান্ডা ও কাশি, তবে তার জ্বর ছিল না। এরপর বড় মেয়ের কাঁশি, ঠান্ডা ও জ্বর ভাব শুরু হয়েছে।অবিরাম কাশি করেই যাচ্ছে। এই দুইদিন ওষুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আজ শুক্রবার, শনি ও রবি এই দুইদিন স্কুল নেই। দেখা যাক এ দুদিনের মধ্যে সেরে উঠে কিনা। এরপর আবার গতকাল থেকে আমার শুরু হয়েছে সর্দি লাগা। কিছুই ভালো লাগছে না, কাল এত খারাপ লেগেছে যে কোন পোস্টই করতে পারিনি। সকাল-সকাল ঘুমিয়ে পড়েছি। আজও শরীর যথেষ্ট খারাপ। নাক দিয়ে পানি ঝরেই যাচ্ছে, আর ভালোভাবে খেতেও পারছি না। খাওয়ার রুচি পাচ্ছি না।
আসলে শরীর খারাপ হলে কিছুই ভালো লাগেনা। এমনিতে বাচ্চাদের শরীর খারাপ, এরপর আবার আমার শুরু হয়েছে।কোন কাজকর্মই করতে ইচ্ছে করে না।তারপরও কাজকর্ম না করেও থাকা যায় না। অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না সহ ঘরে টুকটাক কাজও করতে হয়। অবশ্য হাজবেন্ড আমাকে যথেষ্ট হেল্প করে। তারপরও রান্না নিজের হাতেই করি কারণ বাচ্চারা খেতে চায় না আমার রান্না ছাড়া। অবশ্য হাজবেন্ড এখনো ভালো রয়েছে, তার কোন শরীর খারাপ হয়নি। এখন শুধু একটাই চাওয়া হাজবেন্ডের যেন শরীর খারাপ না হয়। যাইহোক ওয়েদার চেঞ্জ এর কারণে এমনটা হয়েছে। এর চেয়ে বেশি দূর যেন না গড়ায় এটিই একমাত্র কাম্য। বেশি টেনশনে রয়েছি বড় মেয়েটিকে নিয়ে।ওর একবার কাশি আর জ্বর শুরু হলে শুরু হয়ে যাবে বমি যা প্রায় দুই তিন দিন থাকে। বাংলাদেশে থাকতে ওর এমন হয়েছিল, কয়েকদিন ছিল।অবশ্য ওর এটা কয়েক মাস পর পরই হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এর কোন চিকিৎসা নেই। ডক্টরের কাছে গেলেই শুধু প্যারাসিটামল, ইনহেলার আর এলার্জির ওষুধ দেয়।ডক্টর বলেছে এলার্জিজনিত কারণে এমন হয়, বড় হলে ঠিক হয়ে যাবে।জানিনা কবে ঠিক হবে।শরীর বেশি খারাপ হলে স্কুলেও পাঠাতে পারবো না।এমনিতেই স্কুল অনেকদিন মিস হয়ে গিয়েছে বাংলাদেশে যাওয়ার কারণে।
নিজের একা শরীর খারাপ থাকলে এত খারাপ লাগেনা, কিন্তু বাচ্চারা অসুস্থ থাকলে খুব বেশি অশান্তি হয়।যাইহোক বন্ধুরা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠি।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আসসালামুআলাইকুম, @tangera!
It's clear from your post how much you care for your family. Weather changes can be so hard on everyone, especially the little ones. I appreciate you sharing such a personal and relatable experience. It's heartwarming to see your husband supports you, and your dedication to your children's well-being shines through.
I hope you and your daughters feel better soon! It sounds like you're doing everything you can to help them recover, and that's what matters most. Thank you for sharing your thoughts.
To everyone reading, let's send some positive vibes and well wishes to @tangera and her family! Have you dealt with similar situations? Share your experiences and tips in the comments below!