অবশেষে এখন আমরা বাংলাদেশে
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের বাংলাদেশে আসার কথা ছিল জুলাইয়ের সেকেন্ড উইকে।কিন্তু তারপরও কনফিউশনে ছিলাম বাংলাদেশে আসতে পারবো কিনা? কারণ আপনারা জানেন আমার বড় একটি অপারেশন হয়েছিল, ১৩ দিন হসপিটালে থাকতে হয়েছিল। তাই টেনশনে ছিলাম যদি না যেতে পারি! যাইহোক আলহামদুলিল্লাহ লাস্ট ওয়ান উইক ধরে আমার শরীর যথেষ্ট ভালো।এখন আর কোন দুর্বলতা বা পেটে কোন ব্যথাও নেই।যাইহোক গত বৃহস্পতিবার লন্ডনের সময় ৭ টা ৩৫ মিনিটে আমাদের ফ্লাইট ছিল আর বাংলাদেশে শুক্রবার সকাল ১০:২০ এ আমরা পৌঁছেছি।বাংলাদেশ বিমানে আমাদের ফ্লাইট ছিল।আলহামদুলিল্লাহ বিমানে আমাদের কোন প্রবলেম হয়নি, সরাসরি সিলেট এসে পৌঁছেছি।৯ ঘণ্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর বিমানে খাবার দেয়া হয়েছে টাইম মতো। ভাত ছিল, চিকেন ছিল, কয়েক রকম ভেজিটেবল সহ আরো কিছু বাংলাদেশী খাবার ছিল। মোট দুই তিনবার তারা খাবার দিয়েছিল।যদিও বিমানে আমার কোন কিছুই খেতে ভালো লাগে না, তবে কিছু নাস্তা খেয়েছিলাম, এছাড়া চা, কফি ও ড্রিংকস ও ছিল।
বিমান থেকে নেওয়া হয়েছিল ফটোগ্রাফিটি।
আসলে বিমানে উঠলেই আমার কেমন যেন ভয় লাগে। কারণ ইদানিং খুব বেশি প্লেন ক্রাশের খবর শোনা যাচ্ছিল, মনের মধ্যে সারাক্ষণ টেনশন কাজ করছিল।যাইহোক বিমানে আমাদের কোন প্রবলেমই হয়নি।খুব ভালোভাবে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গিয়েছি।যাইহোক বর্তমানে আমরা এখন সিলেটে আমার শ্বশুরবাড়ি অবস্থান করছি। এখানে ৪-৫ দিন থেকে চলে যাব আমার বাবার বাড়ি ফরিদপুর।এরপর সেখান থেকে আত্মীয়-স্বজন সকলের বাসায় ঘুরে চলে যাব ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার সহ আরো কয়েকটি জায়গায় ঘোরাফেরা করে আবার চলে যাব সিলেটে। তবে সিলেটে একটি জায়গায় রয়েছে টাঙ্গুয়ার হাওর। সেখানে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। আত্মীয়-স্বজন সকলে মিলে প্লান করেছি সেখানে যাব।
বাংলাদেশে মোটামুটি সবকিছুই এখন ঠিক রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে গরম খুব বেশি।এছাড়া কারেন্ট বেশি ডিস্টার্ব করছে। বারবার কারেন্ট যাচ্ছে, অবশ্য তাড়াতাড়ি চলেও আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে আজ সকাল দশটার সময় কারেন্ট গিয়েছিল আর বারোটার সময় এসেছিল।অসহ্য গরম, যদিও জেনারেটর রয়েছে কিন্তু তাতে কাজ হয় না ফ্যানের বাতাসও গরম।শুধু কারেন্ট থাকলে রুমে এসে শান্তি পাই কারণ রুমে এস সি রয়েছে।এ সি ছাড়া টিকা খুবই কষ্টকর।যাইহোক সকালে আমাদের জন্য দোয়া করবেন সবকিছু যেন আমাদের প্ল্যান মতো ঠিকঠাক হয়, কোন অসুখ-বিসুখ বিপদে যেন না পড়ি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
@tangera, what a wonderful and heartfelt post! It's fantastic to hear that your health is improving after your operation and that you were able to make the journey back to Bangladesh safely. The photos from your flight to Sylhet are beautiful, and your description of the in-flight meal made me hungry! I can feel your relief at arriving safely and your excitement for your upcoming travels around Bangladesh, especially your planned trip to Tanguar Haor. I hope the heat and power outages aren't too bothersome and that you have a fantastic time visiting family and exploring all the amazing places you have planned. Thank you for sharing your journey with us – it was a pleasure to read! I wish you safe and happy travels!
জেনে ভালো লাগলো আপু আপনারা অবশেষে দেশে এসেছেন।সবকিছু ঠিকঠাক আছে দোয়া করি সবকিছু সুন্দর থাকুক।আপনারা সবাই মিলে ঘুরে ফিরে দেশটাকে দেখুন।সময়গুলো অনেক ভালো কাটবে এমনটাই আশাকরি। ভালো থাকবেন আপু পরিবারের সবাই কে নিয়ে।
আলহামদুলিল্লাহ আপনার অপারেশন পরবর্তী স্বাস্থ্য এখন ভালো আছে এবং নিরাপদে বাংলাদেশ পৌঁছেছেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং ভ্রমণের বাকি সময়টা যেন কোনো সমস্যা ছাড়াই কাটে সে জন্য দোয়া করছি।
ভালো ভাবে বাংলাদেশে পৌঁছাতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে এখানে গরমটা একটু বেশি এটা ঠিক কিন্তু আমাদের ফরিদ পুরে কারেন্ট তেমন যায় না বলেই চলে।দাওয়াত রইল বেড়াতে আসবেন অবশ্যই।
এখন সুস্থ্য আছেন জেনে বেশ ভাল লাগলো। আর সুস্থ্যভাবে বাংলাদেশে এসেছেন জেনে আরও ভালো লাগলো। তবে এখন গরমটা এক্টু বেশি। তাতে কিছু কস্ট পাবেন।তবে অনেকদিন পর সবাইকে দেখে বেশ ভালো লাগবে। দোয়া করি যেন আপনার প্ল্যান অনুযায়ী সকল কাজ শেষ করতে পারেন।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনাকে স্বাগতম প্রিয় মাতৃভূমিতে।সুন্দরভাবে এসে পৌঁছেছেন এটা শুনে ভালো লাগলো।যদিওবা অসুস্থতার কারণে আসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।রংপুরে আসার জন্যে নিমন্ত্রণ রইলো আপু।
ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছাতে পেরেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। বাংলাদেশে গরম আসলেই খুব বেশি। আশা করি তবুও সবমিলিয়ে বেশ ভালো সময় কাটাবেন বাংলাদেশে। আপনাদের জন্য শুভকামনা রইলো আপু।
আপু আপনারা বাংলাদেশে এসেছেন শুনে খুশি হলাম। যদিও এখন গরম তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে। আশা করি মানিয়ে নিতে পারবেন। আশা করি ভ্রমনের আপডেট গুলো পাবো।