সাদা পাথরের অপরূপ সৌন্দর্য || পর্ব: -১
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
হাজির হয়ে গেলাম সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের অপরূপ সৌন্দর্য নিয়ে।হ্যাঁ বন্ধুরা এই ভোলাগঞ্জের "সাদা পাথর" নামে খ্যাত জায়গাটি খুবই চমৎকার।প্রতিবার যখন সিলেটে যাই তখন অবশ্যই সেখানে একবার গিয়ে ঘুরে আসি।এবার দিয়ে মোট তিন বার গিয়েছি সেখানে। যদিও বিয়ের পর সিলেটে বেশি থাকা হয়নি তাই বেশি যাওয়াও হয়নি।আসলে বিয়ের পর দুই বছর পরই আমি ইংল্যান্ডে চলে আসি।এছাড়া বিয়ের পর আমার মাস্টার্স শেষ করেছি আমাদের ফরিদপুর থেকেই এ কারণে আমি আমাদের বাড়িতেই ছিলাম বেশি।যাইহোক যতবারই সেখানে গিয়েছি ততবারই মনটা ভরে গিয়েছে। খুবই চমৎকার জায়গা চারিদিকে পাহাড়, আর পানির মধ্যে পাথরগুলো এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে।প্রতিদিন প্রচুর লোকজনের সমাগম থাকে সেখানে।আর লোকজন আসবেই না, বা কেন? এত সুন্দর জায়গা! চারিদিকের পরিবেশ দেখলে মনটাই আনন্দে ভরে ওঠে।
আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন খুবই খারাপ অবস্থা চলছিল।সাদা পাথর চুরি হয়ে যাচ্ছিল।অনেকটাই চুরি হয়ে গিয়েছিল।এটা নিয়ে পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর লেখালেখি চলছিল তখন।এরপর সরকারের টনক নড়ে।চুরি হয়ে যাওয়া পাথরগুলো ফেরত আনতে নানান কর্মসূচি চলতে থাকে।এমনকি আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন মাইকে অ্যানাউন্স করছিল চুরি হওয়ার পাথরগুলো ফিরিয়ে দিতে।নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু পাথর ছিল কারণ প্রচুর পরিমাণে পাথর এনে আগের খালি জায়গাগুলো পূরণ করা হয়েছিল।যাই হোক যেহেতু অনেক ফটোগ্রাফি করেছিলাম তাই ফটোগ্রাফি গুলো একদিনে শেয়ার করা সম্ভব নয় তাই এই ট্যুরটিকে আমি মোট চারটি পর্বে ভাগ করেছি। আজকে তার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভাল লাগবে।
গাড়ি থেকে নেমেই বোটে উঠে যেতে হবে সাদা পাথর দেখতে হলে। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম তাই মোট তিনটি বোট লেগেছিল।
পরিস্কার স্বচ্ছ পানির মধ্য দিয়ে যখন বোট যাচ্ছিল তখন কি যে ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না।আর আমার বোট খুবই ভালো লাগে।কোথাও গেলে আগে বোট খুঁজি, বোটের ব্যবস্থা আছে কিনা। যাইহোক যেখানেই আমরা গিয়েছিলাম সেখানেই বোট পেয়েছিলাম শুধুমাত্র মাধবকুন্ড ছাড়া।
আজ তাহলে এতোটুকুই, আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র আসলেই খুব সুন্দর। আমরা ৪ মাস আগে সেখানে ঘুরতে গিয়েছিলাম। সত্যি বলতে সেখানে গিয়ে চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।