লাইফ স্টাইলঃ-পড়ন্ত বিকেলে বাচ্চাদের নিয়ে ব্রিজের উপর সময় কাটানো।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভ সন্ধ্যা,

আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ঈদকে কেন্দ্র করে নিশ্চয়ই সবাই অনেক ঘুরা ঘুরি করছেন পরিবারের সবাইকে নিয়ে। বন্ধুরা কার কেমন সময় কাটলো শেয়ার করলে আমার অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তবে এত গরমে কিভাবে ভালো থাকা যায় বলেন। হঠাৎ করে গরমের তীব্রতা এত বেড়ে গেল অসহ্যনীয়। আসলেই গরমের দিন আসার পর থেকেই এত গরম পড়েনি। কিন্তু হঠাৎ করে গরম বেশি পড়া শুরু করে দিলো কি আর করার প্রকৃতির নিয়মে যা হওয়ার কথা তা হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদেরকে এই গরমের দিনে সাবধানতা অবলম্বন করতে হবে।

ff.jpg

কিভাবে আমরা গরমের দিনে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। একটু সাবধান থাকতে হবে ভালো মতো খাবার দাবার করতে হবে আর তৈলাক্ত খাবার বর্জন করতে হবে। আজকে বন্ধুরা হাজির হয়েছি আবার আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য। আপনারা তো জানেন ঈদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছিল সবার। আমরা আবারো চেষ্টা করবো আমাদের কাজের মধ্যে ভালোভাবে ফিরে আসতে ধারাবাহিক নিয়মে কাজগুলো করে নিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ঘোরাঘুরির মুহূর্ত। বেশ কিছুদিন হলো কোথাও ঘুরাঘুরি করা হয় না। আসলে আজকে আমি যে মুহূর্তটি শেয়ার করবো সেটি কিছুদিন আগের।

f.jpg

f1.jpg

আমাদের এখানে একটি নতুন ব্রিজ স্থাপন করা হয়েছে যেটি দুটি এলাকার মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। যদিও অন্য জায়গায় দিয়ে যাতায়াত করা যায় কিন্তু এখন যে ব্রিজটা স্থাপন করা হয়েছে সেটি একটি প্রকল্প তে যাওয়ার সুযোগ সুবিধা এবং অনেক কাছে এবং তাদের সুবিধা। ব্রজটি কয়েক বছর লাগলো কমপ্লিট হতে। গত বছরে উদ্বোধন করা হয়েছিল। এই ব্রিজটি যখন ওপেন করে দেওয়া হয় যাতায়াত এবং সুবিধা সব কিছুতে উন্নত হয়েছে। বিশেষ করে ব্রিজ টি খোলামেলা পরিবেশে হওয়ার কারণেই অনেক ভালো লাগে বিকেল বেলায়। এই শহরের ভিতরে খোলামেলা পরিবেশে নদীর উপর একটি ব্রিজের স্থাপন করা মানেই বেশ সুবিধা।

f2.jpg

বিকেল বেলায় সেখানে যেয়ে সময় কাটানো যায়। এত সুন্দর করে খোলামেলা পরিবেশের সময় কাটাতে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি দেখা যায় যারা তরুণেরা মোটরসাইকেল নিয়ে সেখানে ছুটে যায়। ‌ আমি এর আগেও কয়েকবার গিয়েছিলাম খুবই ভালো লাগে বাচ্চার অনেক বেশি পছন্দ করে এই জায়গাটিতে যেতে। বিকেল বেলা অনেক বেশি ভিড় জমে যায় সবাই ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করে। তাছাড়া সেখানে খাবারের দোকান বসে। সেখানে ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শুকনো খাবার গুলো পাওয়া যায়। ‌ একদিন আমরা সন্ধ্যায় সেখানে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে।

f5.jpg

f6.jpg

বিশেষ করে গেছিলাম আমি পাশে বদর মোকাম মসজিদে নামাজ পড়ার জন্য। সেখান থেকে চলে গেলাম সেই ব্রিজের সময় কাটানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা বলছিল ব্রিজে যাবে একটু সময় কাটাবে আর আমারও ভালো লাগছিল না তাই আমিও গেছিলাম। আমি যখন গেছিলাম তখন সন্ধ্যার মুহূর্তে বেশি সময় পাইনি সেখানে কাটানোর জন্য। তবে একটু আন ইজি লাগছিল যেহেতু আমি একা বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম সেজন্য। কারণ সেখানে আছে পাশে অনেক বেশি পুরুষ মানুষ ছিলেন। আর বিকেল হয়ে যাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে কমতে ছিল। একটু দূরে যেয়ে দেখছিলাম কিছু পরিবার নিয়ে মানুষ চলে আসছিল ঘুরাঘুরি করার জন্য।

f3.jpg

আমিও হেঁটে তাদের পাশে গেলাম তারা সেখানে ঝাল মুড়ি এবং চটপটি খাচ্ছিল সেখানে বিক্রি করছিল। একটু পরে দেখা গেলো যেখানে ভাজা বাদাম বিক্রি করতেছে এবং ভাজা ছোলা বিক্রি করেছিলো। সেখান থেকে খাওয়া-দাওয়া করছিলাম বাচ্চাদেরকে নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যগুলো উপভোগ করেছিলাম। বিশেষ করে সন্ধ্যা বেলায় শীতল বাতাস গুলো গায়ে লাগাতে অনেক বেশি ভালো লাগছিল। আর সেখান থেকে কিছু শুকনো খাবার পার্সেল নিয়ে ছিলাম আমি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল চলে আসতে হবে। আমার প্রিয় বাদাম ভাজা নিয়েছিলাম আর ঝাল মুড়ি খেয়েছিলাম সেই সাথে কিছু ছোলা ভাজা নিয়েছিলাম। আর সেখানে যাওয়ার‌ পরে সময় কাটিয়েছিলাম তখন কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম।

f4.jpg

f7.jpg

আজকে বন্ধুরা সেই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগ পড়ে ভালো লাগবে। ভালো লাগে বাচ্চাদের‌ নিয়ে ঘুরাঘুরি করতে এবং সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো অনেক বেশি ভালো লাগে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর মতামতের মাধ্যমে কেমন লাগলো জানাবে অনেক বেশি আনন্দিত হব। আল্লাহ হাফেজ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI-Redmi
মডেলNote-14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফ স্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

মাঝেমধ্যে নিজের সন্তানদের সাথে এমন সময় অতিবাহিত করার মধ্যে রয়েছে অনেক আনন্দ ও ভালোলাগা। সে ভালোলাগার কিছুটা অংশ আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম। পরিবারের সবার জন্য অবিরাম ভালোবাসা রইলো।

 3 months ago 

মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

হঠাৎ করেই বেশ গরম পরছে। আমার তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ। যাইহোক, খুব সুন্দর একটা ব্রিজের উপর সময় কাটিয়েছেন আপনারা। ব্রিজের উপর থেকে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করেছেন। বাচ্চারাও বেশ ইনজয় করেছে এবং খাওয়া দাওয়া করেছে। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

একদম আপু এই ধরনের খোলামেলা পরিবেশে গেলে বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয়।

 3 months ago 

1000023948.jpg

1000023947.jpg

1000023946.jpg

 3 months ago 

বিকেলের সময়টা অনেক সুন্দর হয়ে থাকে এবং আমরা সেই সময় অনেক কিছুই উপভোগ করে থাকি৷ বিকেলে আমরা যে সময় গুলো অতিবাহিত করে থাকি সেগুলো উপভোগ করার
মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ আর আপনি এখানে বাবুদেরকে নিয়ে বিকেলবেলা এরকম একটি সুন্দর ব্রিজের মধ্যে অবস্থান করে সময় অতিবাহিত করেছেন এবং আজকে আমাদের মাঝে এই পোস্ট শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 3 months ago 

জায়গাটি খুবই সুন্দর বিকেল বেলায় গেলে বেশ আনন্দ করা যায়। অনেক ধন্যবাদ সময় দিয়ে ব্লগ ভিজিট করার জন্য।