Crypto Market Analysis... PENGU token...

1000015812.jpg

Image source

Our worries about the crypto market are endless. We always live in fear. When will the coin I bought go up or down? That's why we always have to keep an eye on the crypto market. There is no way to take our eyes off it for a second. The market situation changes in a second. Maybe someone is making a profit and someone is going bankrupt in a second. Yes, this is the situation of the crypto market. That's why we always have to invest wisely.

1000015811.png

Today I have come to share my opinion with you about another new coin. I hope it will be of some benefit to you. I will tell those of you who invest in different coins that you can invest wisely in this coin that I mentioned today and you will not lose anything. The name of the coin is PENGU, currently it is $ 0.033496 USDT. If you look at the graphs from a few days ago, you will understand that it has risen very quickly from a very low to a high. Now the market is down again. I think that going down in the market means creating an opportunity for us to invest. You can invest at this time if you want. I hope you will see good profits in a short time.

This is my own opinion about coins. I have tried to analyze as much as possible and tell you. I hope you will understand if you also do a little research on it. You can really invest in cryptocurrencies. I myself invested a few days ago.

That's all for me today about crypto. See you again with a new crypto topic. Everyone stay well and healthy. Of course, if you like my post, like it.

[Bangla].

ক্রিপ্টো মার্কেট নিয়ে আমাদের ধোয়াশার শেষ নেই। সব সময় যেন আমরা আতঙ্কে বেচে থাকি৷ কখন যেন আমার ক্রয় করা কয়েনটা আপ হয়ে গেল বা ডাউন হয়ে গেল। এজন্যই তো সব সময় নজর রাখা লাগে ক্রিপ্টো মার্কেটের দিকে। একটা পলক যেন এর থেকে নজর সরানোর মতো অবস্থা থাকে না৷ সেকেন্ডের মধ্যেই পাল্টে যায় মার্কেটের অবস্থা। হতে পারে সেকেন্ডে কেউ লাভ প্রতি আবার কেউ ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই ক্রিপ্টো মার্কেটের অবস্থা। এজন্য আমাদেরকে সব সময় বিচার বিবেচনা করে ইনভেস্ট করতে হবে।

আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন কয়েন সম্পর্কে আমার মতামত শেয়ার করার জন্য। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আপনারা যারা বিভিন্ন কয়েনে ইনভেস্ট করেন তাদের বলব আমার বলে যাওয়া আজকোর এই কয়েনটা নিয়ে বিচার বিবেচনা করে ইনভেস্ট করতে পারেন আসা করি লস হবে না। কয়েনটার নাম হলো PENGU বর্তমান এটা $০.০৩৩৪৯৬ USDT. কয়েক দিন আগের দিকের গ্রাফগুলো যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক লো থেকে এটা খুব দ্রুত হাইতে উঠেছে। এখন আবার কিছুটা মার্কেট ডাউনে আছে। আমি মনে করি মার্কেট ডাউনে যাওয়া মানে আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দেয় ইনভেস্ট করার জন্য। এই সময় আপনে চাইলে ইনভেস্ট করতে পারেন৷ আশা করি অল্প দিনের মধ্যে ভালো প্রফিটের মুখ দেখতে পারবেন৷।

কয়েন সম্পর্কে এটা আমার নিজের মতামত। আমি যতটা সম্ভব এনালাইসিস করে আপনাদেরকে বলার চেষ্টটা করেছি। আশা করি আপনারও যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন৷ কয়েটাতে আসলেই ইনভেস্ট করা যায়৷ কিছু দিন আগে আমি নিজেও ইনভেস্ট করেছিলাম।

আমার আজকে ক্রিপ্টো নিয়ে এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোন ক্রিপ্টো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন৷ অবশ্যই আমার পোষ্টটা ভালো লাগলে লাইক দিবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.