Epistolary Novel: Clarissa by Samuel Richardson

in Bulls Mind3 years ago

Samuel Richardson এর লিখিত একটি Epistolary Novel হলো Clarissa যেটাকে ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ উপন্যাস। Clarissa Harlowe এই উপন্যাসের প্রধান চরিত্র। Clarissa তার অসাধারণ সৌন্দর্য্য ও গুণের জন্য সমাদৃত। সে তার আশেপাশের নারীদের জন্য আদর্শ এবং অনুসরনীয় একজন নারী। সে তার কর্তব্য ও কর্মে একনিষ্ট এবং প্রতিবেশীদের প্রতি সদয়। এতসব গুণাগুণের জন্য সে অনেকের কাছে ঈর্যার পাত্র।

image.png

এদিকে চরিত্রহীন কামুক বিত্তবান Robert Lovelace আফিম খাওয়ানোর মাধ্যমে Clarissa কে ধর্ষণ করে। এই ঘটনায় সকলে তাকে Lovelace এর সাথে বিবাহ দিতে চায় কিন্তু Clarissa তাকে মেনে নিতে পারে না। ধর্ষণের পর Clarissa অনেক অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। মৃত্যুর পূর্বে সে অনেকগুলো পত্র লিখে যায়। সেগুলো পড়ে সকলে নিজেদের দায়ী ভাবে এবং Clarissa এর মৃত্যুর জন্য নিজেদের ক্ষমা করতে পারে না।