আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক গাড়ি মাল লোড হচ্ছে।

in #businesslast year

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হলো আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন।

IMG_0580.jpeg

আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক গাড়ি মাল লোড হচ্ছে। আজকে যে মাল টি লোড হচ্ছে এটি হচ্ছে প্লেট কাটিং লোহা।এই প্লেট কাটিং মালের কোয়ালিটি অনেক ভালো তাই এই মালটির চাহিদাও অনেক বেশি। বাজার ছাড়া সব সময় এই মালের দাম ১ টাকা ১.৫০ টাকা বেশি থাকে। এই প্লেট কাটিং মাল দিয়ে আমরা প্রত্যেক মাসে এক থেকে দুইটি গাড়ি দিতে পারি কারণ এই মালের আমদানি আমাদের এলাকায় একটু কম।

IMG_0592.jpeg

IMG_0577.jpeg

এই মালগুলোর চাহিদা ও রড কারখানায় অনেক বেশি। রড কারখানায় এই মালের চাহিদা বেশি হওয়ার কারণ হল এই মালগুলো গলালে বাদ যায় কম। এতে করে তাদের প্রফিট হয় বেশি এই জন্য এই মাল গুলো খুবই চাহিদা। আজকের এই মালগুলো দুইটা ঘর থেকে লোড করা হচ্ছে।একটা বাইরের ঘর থেকে আর বাকিগুলো আমার নিজস্ব ঘর থেকে। লেবাররা এই গাড়িটা সম্পূর্ণ লোড কমপ্লিট করে দেবে ৬০০০ টাকার বিনিময়ে এবং এর সাথে সকালে এবং দুপুরের খাওয়া আমাকে দিতে হবে। এখানে মোট ছয় জন লেবার আছে তাদের প্রত্যেকের ১ হাজার টাকা করে হাজিরা পড়বে আজকে। এই গাড়ি লোড করে দিতে তারা অক্লান্ত পরিশ্রম করে।

IMG_0582.jpeg

IMG_0579.jpeg

আজকের এই গাড়িটি লোড সম্পন্ন হয়ে গেলে ঢাকার মুনতাহার রড কারখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই গাড়িটি যে চালিয়ে নিয়ে যাবে তার নাম মোঃ পলাশ।তিনি অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার।দীর্ঘ ২০ বছর ধরে তিনি এই পেশায় যুক্ত আছেন।
এই গাড়িতে ১৬১৫০ কেজি মাল আছে। প্রতি কেজি মালের দাম ৬১ টাকা ৫০ পয়সা করে।
প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।