মুক্তিযোদ্ধা সম্পর্কিত MCQ 23-08-2018

in #busy7 years ago

মুক্তিযুদ্ধ----
*মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে? - ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে।

  • মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি?
  • ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক।)
  • স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য (সর্বোচ্চ খেতাব) বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? - ৭ জন।
  • স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরউত্তম উপাধি লাভ করেন কতজন? - ৬৮ জন।
  • স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরবিক্রম উপাধি লাভ করেন কতজন?- ১৭৫ জন।
  • স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করেন কতজন? - ৪২৬ জন।
  • স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়? - ৬৭৬ জনকে।
    *মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
  • বীরশ্রেষ্ঠ।
    *মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বনিম্ন রাষ্ট্রীয় খেতাব কোনটি?
  • বীর প্রতীক
  • মহিলা মুক্তিযোদ্ধা কারা ছিলেন?
  • তারামন বিবি ও সেতারা বিবি।
  • তারামন বিবির বাড়ি কোথায়?
  • কুড়িগ্রাম।
  • তারামন বিবি কে?
  • একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • সেতারা বিবির বাড়ি কোথায়?
  • কিশোরগঞ্জ (বৃহত্তর ময়মনসিংহ)।
  • কাঁকন বিবির বাড়ি কোন জেলায়?
  • সিলেট।
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায়? - ভারতের আমবাসা এলাকায়।
  • কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
  • ক্যাপ্টেন সেতারা বেগম।
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? - চাঁপাইনবাবগঞ্জ।
  • বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
  • বীরউত্তম।
  • আরব রাষ্ট্রের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে?
  • ইরাক।
  • বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?- ইন্দোনেশিয়া।
  • ইউরোপের কোন রাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  • পূর্ব জার্মানি।
  • বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
  • পূর্ব জার্মানি
  • স্বাধীনতার ঘোষণাপত্র কখন জারি করা হয়?- ১৯৭১ সালের ১০ এপ্রিল।
  • স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? - রাষ্ট্রপতি শাসিত সরকার।
    *মুজিবনগর দিবস কবে?
    -১৭ এপ্রিল।

Please support @busy.witness as a witness.
To vote his witness, simply visit https://steemit.com/~witnesses and type in "busy" into the first search box for witnesses.
Please take some imaginary @teardrops token
Generous souls, I have found Most of the time here on steemit : @busy.pay @hr1, @busy.org, @bue, @btu, @tanmoykumer , also many others who have visited My posts. Please support them too. Thank you very much.