সুন্দর বিড়াল
"আমার বাংলা ব্লগ" কমিউনিটি'র ফার্স্ট ডিজিটাল টোকেন $PUSS Token । এটি একটি TRC-20 টোকেন, এর অর্থ টোকেনটি Tron ব্লকচেইনে ডিপ্লয় করা । $PUSS কয়েনের কোনো মালিকানা নেই । সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড এটি । কোনো Presale নেই, Creator কর্তৃক pre-mined কোনো স্টেক নেই । একটি কয়েনও ফ্রী পাওয়া যায়নি । ইভেন ক্রিয়েটরও একটি সিঙ্গেল কয়েন ফ্রি ফ্রি পাননি । প্রত্যেকটা $PUSS টোকেন Tron(TRX) দিয়ে কিনে নিতে হয়েছে । তাই, এই FUN প্রজেক্টটি সম্পূর্ণ স্ক্যাম ফ্রী । প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।
আমাদের FUN টোকেন $PUSS এর জন্য বেশ কিছু লোগো এবং ব্যানার তৈরী করা হয়েছে । আমি এবং "আমার বাংলা ব্লগের" সকল অ্যাডমিন/মডারেটর মিলে এই লোগো এবং ব্যানারগুলো তৈরী করেছি । ভবিষ্যতে আরো তৈরী করা হবে । আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে ।
আপনাদের সবার কাছে অনুরোধ রইলো আপনারা এই সকল লোগো এবং ব্যানার নিজেদের পোস্টের footer হিসেবে ব্যবহার করে $PUSS এর প্রমোশনে অংশগ্রহণ করুন । আমি আমাদের কমিউনিটির সকল সদস্যদের অনুরোধ করবো আপনারাও $PUSS এর জন্য নতুন নতুন আকর্ষণীয় ব্যানার এবং লোগো create করে পোস্টে শেয়ার করুন । ভালো ডিজাইনগুলোকে পোস্টে ভোট দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হবে ।
আর টুইটার এবং টেলিগ্রামে প্রমোশনে অংশ নিলে সেই ইউজাদেরকে বাড়তি ভোট দিয়ে পুরস্কৃত করা হবে ।
তো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের সবার প্রিয় $PUSS এর লোগো এবং ব্যানার গুলি -