বন্ধুদের সাথে অনেকদিন পর ব্যাডমিন্টন খেলা করলাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব কালকের ব্যাডমিন্টন খেলা সম্পর্কে।
ব্যাডমিন্টন খেলাটি বাংলাদেশ শুধু শীতের সময় খেলে থাকেন তবে এই খেলাটি এখন সব দেশেই প্রায় সব সময় শরীরচর্চার জন্য খেলে থাকে। যাইহোক অনেকদিন পর কালকে কোম্পানি তরফ থেকে আমরা গিয়েছিলাম ব্যাডমিন্টন খেলা করতে।
ছয়টা ত্রিশ মিনিট হইতে আমাদের খেলা শুরু হয় আমি সহ আমার আরো বন্ধুরা খেলা করতে এসেছি আনন্দের সাথে খেলা করার মজাটাই আলাদা বিশেষ করে এখানে আমরা যে কোম্পানিতে কাজ করি ছেলে মেয়ে উভয়ই খেলা করতে এসেছি।
আমাদের শরীর সুস্থ রাখার জন্য শারীরিক ব্যাম খুবই প্রয়োজন আমরা যে কোন মূল্যে যে কোন কায়দায় প্রতিনিয়ত যদি একটু শারীরিক ব্যায়াম করে থাকে তাহলে আমাদের শরীরের রক্ত চলাচল খুবই ভালো থাকে। যাইহোক বন্ধুদের সাথে কালকে প্রায় দুই ঘন্টা যাবত খেলা করছি এই খেলা কি করার মধ্য দিয়ে আমার শরীর থেকে প্রচুর ঘাম বের হয়েছে এতে করে হালকা ক্লান্ত লাগলেও শরীরের অ্যাক্টিভিটিস বেড়েছে।
আমি সেলফি ক্যামেরা সহ পিছনের ক্যামেরা দিয়ে আমার বন্ধুদের খেলার ছবি ধারণ করেছি এছাড়াও খেলা শেষে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি তার লিংক নিচে দেওয়া হল আপনারাও চাইলে দেখতে পারেন কালকের সুন্দর এই ব্যাডমিন্টন খেলার দৃশ্যটি।
যাইহোক আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন।
$upvote20%
🎉 Congratulations, @mdsahin111!
Your post বন্ধুদের সাথে অনেকদিন পর ব্যাডমিন্টন খেলা করলাম। was rewarded by CCS Curation Trail
“Home is where your heart is ❤️.”
👉 Join the CCS Curation Trail | Community Invitation
✅ Vote for visionaer3003 as witness