বৃষ্টির পরে ফুটবল খেলা উপভোগ করলাম।

in CCS4 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন আর্টিকেল নিয়ে উপস্থিত হয়েছি।

IMG_20251012_183423.jpg

IMG_20251012_183317.jpg

ফুটবল আমাদের জাতীয় খেলা না হলেও প্রায় প্রত্যেকটা মানুষের কাছে পৃথিবীর একটি খেলা কেননা এই খেলাটির জনপ্রিয়তা আকাশছোঁয়া ফুটবল খেলা দেখতে খুবই ভালো লাগে।

IMG_20251012_183425.jpg
বিশেষ করে পড়ন্ত বিকালে অবসর সময় ছেলেদের ফুটবল খেলা দেখতে আরো বেশি ভালো লাগে কেননা তখন রোদের খুব বেশি ঝাঁস থাকে না খেলা দেখার প্রতি আগ্রহ বাড়ে আরো সবচেয়ে মজার বিষয় হলো যে যখন বৃষ্টি হয় তারপরে খেলা করতে এবং খেলা দেখতে দুটাই আনন্দ দেয়।
IMG_20251012_183421.jpg

IMG_20251012_183419.jpg

বৃষ্টির পর মাঠে যখন হালকা হালকা পানি জমে থাকে তখন বল খুব বেশি জোরে দৌড়ায় না পানি সহ যখন বল মারা হয় তখন পানি আর বল একসাথেই সিটকে যাই এই দৃশ্যগুলো আসলেই মনমুগ্ধকর আর আরেকটা বিষয় হলো যখন খেলোয়ার বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাই হঠাৎ পা পিছলে পড়ে যায় এটার আনন্দটা আরো বেশি।
IMG_20251012_183349.jpg

যাইহোক আজকে আমাদের ছুটি ছিল তাই বিকাল বেলা খেলা দেখার সুযোগ পেয়েছি ব্যস্ততার কারণে খুব বেশি খেলা দেখার পরে না মাঝেমধ্যে আপনাদের কাছে বিভিন্ন খেলা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করি এটা আমার একটি ভালোলাগার জায়গা আর সেখান থেকেই আপনাদের কাছে কিছু ভিডিও কিছু ছবি দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারাও এটি উপভোগ করতে পারেন।
IMG_20251012_183417.jpg
তো বন্ধুরা এই ছিল আজ বিকেল বেলার খেলা দেখার খুব সুন্দর মুহূর্ত আশা করি আপনাদের ভালো লাগবে খেলাটি উপভোগ করুন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

Congratulations @mdsahin111, your post was upvoted by @supportive.

$upvote20%

 4 days ago 

🎉 Congratulations, @mdsahin111!

Your post বৃষ্টির পরে ফুটবল খেলা উপভোগ করলাম। was rewarded by CCS Curation Trail

CCS Logo

“Home is where your heart is ❤️.”

👉 Join the CCS Curation Trail | Community Invitation

Vote Banner

Vote for visionaer3003 as witness