Photography of the late afternoon sunset with a phone camera.

in CCS3 days ago (edited)

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ বিকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার মুহূর্ত কেমন দেখা যায় এবং তখন আমাদের কেমন অনুভূতি হয়।
IMG_20250805_183437-01.jpeg

IMG_20250805_183433.jpg

বিশেষ করে আমি বলব যে দিনশেষে যখন বেকাল ঘুমিয়ে আসে তখন আমরা নতুন আরেকটি দিনের স্বপ্ন দেখি যে দিনটা আমরা একবার ফেলে আসি সেই দিনটা হয়তোবা ফিরে তাকায় না তবে প্রতিনিয়তই আমাদের এই জীবন থেকে এক একটি দিন চলে যাচ্ছে ঠিক এভাবেই সূর্য যেভাবে দিন শেষে পশ্চিম দিকে ঢলে পড়ে ঠিক সেভাবেই আমাদের বয়সটাও বেড়ে চলেছে।

IMG_20250805_183454.jpg

IMG_20250805_183435.jpg

IMG_20250805_183424.jpg

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

আমি যেহেতু মালয়েশিয়ায় থাকি তাই মালয়েশিয়ার সন্ধ্যা হয় ৭:০০ টার পরে সাড়ে ছয়টার দিকে আমি এই ছবিগুলো কালেকশন করছি তখনও সুন্দর তীব্রতা অনেকটাই ছিল তবে আকাশে হালকা হালকা মেঘ জমে থাকার কারণে ফটোগ্রাফি গুলো আরো দেখতে বেশি সুন্দর হয়েছে।

এই পৃথিবীর প্রকৃতির প্রতিটি দৃশ্যমান জিনিসগুলো আমরা প্রতিনিয়তই দেখে থাকি তবে কিছু কিছু অদৃশ্য জিনিস আছে সেগুলো আমরা হয়তোবা কাছ থেকেই কখনোই দেখতে পাবো না সূর্য আমাদের থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে তবুও এই সূর্য প্রতিনিয়তই পৃথিবীর চারপাশে ঘুরছে।

তো বন্ধুরা এই ছিল আজকের বিকালের সূর্যের অস্থির ফটোগ্রাফি এবং আমার কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।