চ্যাট জিপিটি
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট এর নাম আমরা হয়তো সবাই শুনেছি। বাংলায় বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা।সংক্ষেপে এআই।
এআই একটি প্রোগ্রাম, যেটা মানুষের মতো চিন্তা করতে পারে এবং কাজ করতে পারে।কিছু ক্ষেত্রে এটা মানুষের চেয়েও দ্বিগুণ কাজ করে তবে মানব মতিষ্ক থেকেই এআই এর বেশি শক্তিশালী এরা বলা যাবে না কারন মানুষ এআই তৈরি করেছে।এআই বিভিন্ন ডেটা বা উপাত্ত থেকে শিখে নেয়। এটাকে বলে মেশিন লানিং।এর কয়েকটি উদাহারন নিয়ে কথা বলি
১.চ্যাটজিপিটি: ২০২০ সালের দিকে বাংলাদেশে পরিচিতি পায়।মানুষের মতো একটা সুপার ব্রেন বলা যায়। এটাকে যেকোনো ধরনের প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যায়।যাবতীয় বিশ্বের সব কিছুই এটার হাতের মুঠোয়।শিক্ষাক্ষেত্রে এর অনেক অবদান রয়েছে।শিক্ষার্থীদের পাঠ দান সহজ করে দেয়।বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেয়।এছাড়া বিভিন্ন ধরনের একাডেমিক উপকরণ যেমন এসাইনমেন্ট,প্রেজেন্টেশন,স্কিলফুল কাজ রয়েছে সব দিক দিয়েই চ্যাটজিপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. গুগল এসিসটেন্ট:এটাকে সিরি নাম দিয়ে ডাকা হয়।এটা সাধারনত আইফোন এর জন্য প্রযোয্য।যেকোনো কাজের কথা বললে এটা সে কাজ করে করে দেয়।উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি,আমি যদি বলি হেই সিরি এখন কয়টা বাজে ?সিরি তখন উত্তর দিতে শুরু করবে।
৩.ফেস রিকগনিশন: আমরা যেটাকে সহজে ফেস লক বলি,এখানে কাজ করে হচ্ছে সেন্সর।আপনার মুখ দেখে সে চিনতে পারে দেখে চেনে।বর্তমানে সব মোবাইলে এটার ব্যবহার রাখা হয়। এটার সাথে আরেকটু তাল মিলাতে গেলে আমরা ফিঙ্গার সেন্সর নিয়ে কথা বলতে পারি।আপনার আঙ্গুল এর ছাপ নিয়ে কাজ করবে বর্তমান সময়ে সিম নিবন্ধন করার ক্ষেত্রে এটা কাজে লাগে।বিশ্বের কোনো মানবের ফিঙ্গারের সাথে অন্যজনের মিলবে না।দুনীতি দমনে বেশ কার্যকর।
৪.জিপিএস ড্রাইবিং/সেফ রাইড:কিছুদিন আগে ইলন মাস্কের জনপ্রিয় একটি কোম্পানি টেসলা বাজারে এমন কিছু গাড়ি এনেছে যা নিজে নিজে ড্রাইভ করতে সক্ষম।জিপিএস আরো আগে প্রচলিত ছিল যেটাকে মানুষ ব্যবহার করে লোকেশন জানতে পারতো এখন সেটা সম্পুর্ন রোবট নিয়ত্রন করে।
বর্তমানে এমন কোনো থাত নেই যেখানে এআই এর ব্যবহার হচ্ছে না।স্বাস্থ্যসেবা(রোবট দিয়ে অপারেশন),ব্যবসা(অনলাইন পলিসি),মোবাইল অ্যাপ সব জায়গায় এটার ব্যবহার দিন দিন বাড়ছে।
ধন্যবাদ