বাচ্চাদের কে ছোট থেকে গড়ে তোলা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৫ ই জুন ২০২৫ ইং
বাচ্চারা জন্ম নেয় একেবারে কচি চারার মতো। তারা জানে না ভালো, মন্দ, ঠিক, ভুল, জানা, অজানা কিছুই। একটি চারাকে যত্নে , আলো বাতাসে বড় করে তোলা যেমন মালির দায়িত্ব, তেমনি একটি শিশুকে মানুষ করে তোলা প্রতিটি বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় ও পবিত্র দায়িত্ব।একজন শিশু যখন প্রথম পৃথিবীর আলো দেখে, তখন সে এক নতুন জীবনের যাত্রা শুরু করে। সেই যাত্রার প্রথম শিক্ষালয় হয় তার নিজের ঘর, আর প্রথম শিক্ষক তার বাবা ও মা। ছোটবেলার প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস, প্রতিটি অভিজ্ঞতা তার ভবিষ্যতের জীবন গড়ে তোলে। তাই এই সময়টিকে অবহেলা করার কোনো সুযোগ নেই।
বাবা মায়ের ভূমিকাটা শুধুই খাবার খাওয়ানো, জামা পরানো, বা স্কুলে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর বাইরেও থাকে অনেক গভীর দায়িত্ব ভালোবাসা শেখানো, মমতা বোঝানো, ভদ্রতা আর শ্রদ্ধাবোধ গড়ে তোলা। শিশুর মন ঠিক একটি ক্যানভাসের মতো যেভাবে রঙ দেওয়া হয়, ঠিক সেভাবেই গড়ে ওঠে তার জীবন।। বাবা মায়ের হাত ধরা সেই প্রথম ভরসা, সেই প্রথম সাহসের শিক্ষা। কেবল পড়ালেখা নয়, তাকে শেখাতে হবে কীভাবে ব্যর্থতা মোকাবিলা করতে হয়, কিভাবে অন্যকে সম্মান জানাতে হয়, কিভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয় এই শিক্ষাগুলোই তাকে ভবিষ্যতের জন্য তৈরি করে।
অনেক সময় দেখা যায়, বাবা মা ব্যস্ত জীবনের চাপে পড়ে সন্তানের ছোট ছোট প্রশ্নগুলো এড়িয়ে যান। কিন্তু শিশুর চোখে সেটাই হয়ে ওঠে অবহেলার প্রতীক। অথচ একবার যদি তারা বুঝে ফেলে যে তার কথা শোনার কেউ নেই, তখন তার মনের দরজা বন্ধ হয়ে যেতে পারে। সে সময়ের অভিজ্ঞতাই ভবিষ্যতের আচরণ নির্ধারণ করতে পারে।শিশুকে সময় দেওয়া, তার সঙ্গে খেলা করা, গল্প বলা, একসাথে হাসা কিংবা কোনো সমস্যায় তার পাশে দাঁড়ানো এই ছোট ছোট কাজগুলোই একটি শিশুর মনন ও মূল্যবোধ গঠনে বিশাল ভূমিকা রাখে।
তবে গড়ে তোলার এই পথে শুধুই আদর দিয়ে কাজ চলে না। প্রয়োজন সুশৃঙ্খলতা, দৃঢ়তা এবং ভালোবাসা একসাথে। বাচ্চাকে সবসময় ভালো বললে সে নিজের ভুল বুঝতে শিখবে না, আবার অতিরিক্ত শাসন করলে তার আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। তাই এই ভারসাম্য বজায় রাখাটা বাবা-মায়ের কাছে প্রতিনিয়ত শেখার একটা কাজ।একটি সন্তান সুশিক্ষিত, সহনশীল, সচেতন এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠে তখনই, যখন তার ভিতটা ছোট থেকেই সুন্দরভাবে গড়ে তোলা হয়। আর এই ভিত গড়ার কাজটি শুরু হয় মা বাবার মমতার হাত ধরে, পরিবারের আদর্শে ও ভালোবাসার পরিবেশে।
শেষ কথা, একজন শিশুকে মানুষ করে তোলার প্রক্রিয়া কোনও একদিনে শেষ হয় না। এটা এক অবিরাম যাত্রা যেখানে বাবা-মা শুধু অভিভাবক নয়, হয়ে ওঠেন পথপ্রদর্শক, সাহসদাতা আর জীবনের প্রথম ভালোবাসা। এই দায়িত্ব যেমন কষ্টকর, তেমনি তা ই জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎস।শিশুর ভরসা যেন তার পরিবার হয়, তার প্রথম আশ্রয় যেন তার মা বাবা হয় এই ভাবনাতেই গড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1934251276608606375?t=m5hlEXveYEqFOjsVlcmQHw&s=19
https://x.com/Riyadx2P/status/1934251493374533973?t=m5hlEXveYEqFOjsVlcmQHw&s=19
https://x.com/Riyadx2P/status/1934251796668854711?t=m5hlEXveYEqFOjsVlcmQHw&s=19
https://x.com/Riyadx2P/status/1934252079994040432?t=m5hlEXveYEqFOjsVlcmQHw&s=19
Screenshot